স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ মার্চ।। লেফুঙ্গা থানা এলাকার লক্ষ্মী পাড়া এলাকার বাসিন্দা সোনাই দাস বিষপানে আত্মহত্যা করেছে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক। নির্মাণ শ্রমিকের বিষপানে আত্মহত্যার সংবাদ ছড়িয়ে পড়তেই লেফুঙ্গা থানার লক্ষ্মী পাড়া সহ পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে সোনাই দাস নামে ওই নির্মাণ শ্রমিক আদর্শ কলোনির বাসিন্দা পায়েল দেব তার বাড়িতে নির্মাণকাজ করত। গত ২৪ ফেব্রুয়ারি সোনাই দাস পায়েল দেব গুপ্তার বাড়িতে টাকা আনতে যায়।
কিন্তু বাড়ির মালিক তাকে টাকা দিতে অস্বীকার করে। বিষয়টি নিয়ে বাড়ির মালিকের সঙ্গে নির্মাণশ্রমিকের বাকবিতণ্ডা হয়।ওই মহিলা ও পার্শ্ববর্তী কিছু লোকজন তাকে ডেকে নিয়ে মারধর করে বলে অভিযোগ। কাজ করে টাকা চাইতে গিয়ে আক্রান্ত হওয়ায় নির্মাণ শ্রমিক সোনাই দাস অপমানিত বোধ করে।
বাড়িতে ফিরে এসে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে নির্মাণ শ্রমিক সোনাই দাস।পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার জিবি হাসপাতালে মৃত্যু হয়।
মৃতের ভাই জানান পায়েল দেব গুপ্তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। নির্মাণ শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই অন্যান্য নির্মাণ শ্রমিকের মধ্যেও শোকের ছায়া নেমে আসে।