এক সাক্ষাৎকারে হাসিমোতো বলেছেন, ‘সমর্থকদের ছাড়া অলিম্পিক গেমস আয়োজন করার ব্যাপারটা চিন্তাই করা যায় না। এ রকম হলে সবার জন্য অবাক করার মতো ঘটনা হবে। কারণ এখন বিশ্বের অন্যান্য খেলাগুলিতে গ্যালারিতে দর্শকেরা থাকছেন। তো অলিম্পিকেও থাকবে না কেন!’ তবে বাস্তবতা হলো, টোকিও গেমস আয়োজন হওয়া নিয়েই এখনো সন্দেহ পুরোপুরি কাটেনি। এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
হাসিমোতো বলেছেন, ‘অলিম্পিকের দিকে তাকিয়ে বিমান টিকিট, হোটেলের রুম বুক করতে চাইছেন সমর্থকেরা। তাই দ্রুত এই ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিতে চাই।’ মার্চেই গেমসে দর্শকদের নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারে আয়োজক কমিটি। মার্চ মাস থেকেই পুরোমাত্রায় অলিম্পিকের প্রস্তুতি শেষ করার দিকে এগোবে টোকিও।