স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ মার্চ।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন পশ্চিম ডুকলির ঋষিপাড়া থেকে তিন যুবতী নিখোঁজ হওয়ার ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজধানী আগরতলা শহর সংলগ্ন পশ্চিম ডুকলি ঋষিপাড়াএলাকা থেকে তিন যুবতী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার ৬দিন পর তাদের কোনো হদিস মেলেনি।এ ব্যাপারে অরুন্ধতী নগর থানায় সংশ্লিষ্ট পরিবারের তরফ থেকে নিখোঁজ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।
অরুন্ধতী নগর থানার পুলিশ এ ব্যাপারে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ না করা শেষ পর্যন্ত পরিবারের লোকজন আগরতলা পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায় গত ২৬ শে ফেব্রুয়ারি বাড়ি থেকে তিনটি মেয়ে ব্যাংকে যাওয়ার নাম করে বের হয় ।কিন্তু তারপর আর বাড়িতে ফিরে যায়নি। তিন যুবতী নিখোঁজ হওয়ার ঘটনার পেছনে বড় ধরনের কোনো রহস্য আত্মগোপন করে রয়েছে বলে অনেকেই মনে করছেন।
নিখোঁজ হওয়ার ৬ দিন পর ও যুবতীরা বাড়ি ফিরে না আসায় এবং পুলিশ তাদের কোনো সন্ধান খুঁজে বের করতে না পারায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট পরিবারের লোকজন সংবাদমাধ্যমের দ্বারস্থ হন। আগরতলা পশ্চিম থানার পুলিশ এ ব্যাপারে অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।