বুধবার টুইট করে স্টেইন বলেন, ‘অন্যান্য ক্রিকেটারদের মতো আমার ক্যারিয়ারেও আইপিএল বিস্ময়ের থেকে কোনো অংশে কম নয়। আমার মন্তব্য কখনই কাউকে খাটো করে দেখানো, অপমান করা বা কোনো লিগের মধ্যে তুলনা করার উদ্দেশ্যে ছিল না।’ তিনি আরো লিখেন, ‘সোশ্যাল মিডিয়ায় প্রায়শই বক্তব্যকে প্রসঙ্গের বাইরে টেনে নিয়ে যাওয়া হয়। এটা যদি কাউকে আঘাত করে থাকে তবে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক ভালোবাসা।’ স্টেইন এখন পিএসএলে খেলছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। স্থানীয় সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’-কে দেওয়া তার সাক্ষাৎকার ঘিরেই বিতর্ক তৈরি হয়।
আইপিএলের ১৪তম আসর থেকে নিজেকে সরিয়ে নেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে স্টেইন বলেন, ‘আমি একটু বিরতি চেয়েছিলাম। আমি দেখছিলাম যে, খেলোয়াড় হিসেবে অন্যান্য লিগগুলো একটু বেশি ফলপ্রসূ।’ ‘আমার মনে হয় আপনি যখন আইপিএলে যান, তখন সেখানে অনেক স্কোয়াড থাকে, অনেক বড় নাম থাকে। খেলোয়াড়রা মাঝে মধ্যে ক্রিকেটের চেয়ে অর্থকে বেশি গুরুত্ব দেয়…। কখনো কখনো ক্রিকেটটা হারিয়ে যায়।’