আরও বলছে, দেশে নারী হিসেবে বৈধ স্বীকৃতি যাদের রয়েছে এবং যারা আইনি ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেছে তাদের জন্য মিস পানামা প্রতিযোগিতার দরজা উন্মুক্ত। মিস পানামার প্রেসিডেন্ট সিজার আনিল রদ্রিগুয়েজ মঙ্গলবার বলেছেন, তার দেশ হিজড়া নারী বিষয়ে মিস ইউনিভার্স আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে। ২০১৮ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথম হিজড়া নারী অ্যাঙ্গেলা পন্স স্পেনের প্রতিনিধি হিসেবে অংশ নেন।