নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্তের কঠোর শাস্তি চাইল মহিলা কংগ্রেস

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৩ মার্চ।। নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্ত অভিজিৎ ত্রিপুরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা  কংগ্রেসের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানাধীন দুস্কি এলাকার ঈশান চন্দ্র পাড়ায় মৃতার বাড়িতে যায় বুধবার দুপুরে৷

এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্য প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী পূর্ণিতা চাকমা সহ শ্রেয়সী লস্কর এবং প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য৷ প্রতিনিধি দলটি তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে৷ এদিকে একান্ত সাক্ষাৎকারে পূর্ণিতা চাকমা জানান, ধর্ষণ ও খুনের সাথে জড়িত অভিজিৎ ত্রিপুরাকে দৃষ্টান্ত মূলক শাস্তি সহ ওই পরিবারটিকে সরকারি ভাবে আর্থিক সাহায্য করা হোক৷

এদিকে এই ঘটনা সম্পর্কে অবগত হতে তেলিয়ামুড়া থানায় বুধবার ছুটে আসে ত্রিপুরা চাইল্ড কমিশনের ৩ জনের এক প্রতিনিধি দল৷ কথা বলেন পুলিশের সাথে৷ তিনজনের এই প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা চাইল্ড কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ, সদস্যা শর্মিলা চৌধুরী এবং মনীষা সাহা৷ ঘটনা সম্পর্কে অবগত হন৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরা চাইল্ড কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ বলেন, মানুষ রূপী পশু অভিজিৎ ত্রিপুরা (২৫) ৫ বছরের নাবালিকা শিশু কন্যাকে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ করে৷

পরবর্তীতে তাকে গলা টিপে হত্যা করে৷ এই ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্ত অভিজিৎ ত্রিপুরার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?