স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৩ মার্চ।। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলের ছাত্রী ঝুমা দে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বুধবার বেলা দশটা নাগাদ তার মৃত্যু হয়।শেষ রক্ষা করা গেল না।
জীবনযুদ্ধে হার মানলো দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর একাদশ শ্রেণীর ছাত্রী ঝুমা দে। টানা ১৬ দিন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লো অগ্নিদগ্ধ ছাত্রীটি।
সরস্বতী পূজার দিন স্কুলে সেলফি তুলতে গিয়ে মোমবাতির আগুন লেগে অগ্নিদগ্ধ হয়েছিল একাদশ শ্রেণির ছাত্রী ঝুমা।তাকে প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তর করা হয়। জমার পরিবার কলকাতার বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে তার চিকিৎসা করাতে গিয়ে সমস্যার সম্মুখীন হওয়া তাকে নিয়ে ফিরে এসেছিল। পরবর্তী সময়ে তাকে পুনরায় জিবি হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়।
বুধবার সকাল দশটা নাগাদ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ ব্যর্থ করে ঝুমা চিরবিদায় নেয়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই বিলোনিয়া সহ রাজ্যের সর্বত্র গভীর শোকের ছায়া নেমে আসে।