অনলাইন ডেস্ক, ৪ মার্চ।। বলিউড অভিনেত্রী তাপসী পান্নু, পরিচালক অনুরাগ কাশ্যপ ও প্রযোজক মধু মন্টেনার বাড়িতে হঠাৎই হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। জানা গেছে, আজ অর্থাৎ বুধবার সকালে মুম্বইয়ে তাপসী ও অনুরাগের বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হয়।
সূত্রের খবর, আয়কর ফাঁকির অভিযোগে ‘ফ্যান্টম ফিল্মস’-এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর অনুসন্ধান চালানো হচ্ছে।
ফ্যান্টম ফিল্মস ছিল অনুরাগ কাশ্যপ, পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ান, প্রযোজক মধু মন্টেনা ও বিকাশ বাহলের প্রতিষ্ঠান। ২০১১ সালে এই ফিল্ম সংস্থাটি তৈরি করেছিলেন তাঁরা। যদিও আনুরাগের এই প্রোডাকশান হাউস ২০১৮ সালেই উঠে গেছে।
প্রসঙ্গত,পরিচালক অনুরাগ কাশ্যপ কেন্দ্র সরকারের সমালোচক প্রথম থেকেই। কয়েকদিন ধরেই তাপসী পান্নুও কেন্দ্রের বিরুদ্ধে নানাভাবে মত প্রকাশ করেছে।
তাই, হঠাৎ এই দুজনের বাড়িতে আয়কর হানাকে নিয়ে সবার মধ্যেই শোরগোল শুরু হয়েছে। যদিও জানা গেছে, মুম্বাই ও পুনের প্রায় ২০ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর।