প্রতারক রূপম করের জামিন নাকচ, ৩ দিনের পুলিশ রিমান্ড দিল আদালত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ মার্চ।। লোক জনশক্তি পার্টির রাজ্যনেতা প্রতারক রূপম করের জামিন নাকচ করে দিয়ে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করল আদালত৷ বুধবার রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ আদালতে হাজির করেছিল পুলিশ৷

জাল নথি প্রস্তুত করে সাধারণ মানুষের কাছ থেকে বিলাতি মদের লাইসেন্স, ওএনজিসি’র চাকরি এমনকি পেট্রোল পাম্প পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷

প্রাথমিকভাবে গত বছর পশ্চিম থানায় মামলা (নং-২১২/২০২০) দায়ের হওয়ার পর পুলিশ আইপিসি’র ধারা ৪৫৮ ও ৪৭১ মূলে তদন্ত শুরু করে৷ কিন্তু তদন্তে নেমে পুলিশের চোখ কপালে উঠে যায় কোটি কোটি টাকার লেনদেনের হদিশ মিলতেই৷ এরপরই এই মামলা তদন্তের জন্য হস্তান্তর হয় রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে৷

গতকাল ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি অজয় কুমার দাস অভিযান চালিয়ে জালিয়াত রূপম করকে তার বড়দোয়ালিস্থিত নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে৷ একই সাথে ভুয়া বিলাতি মদের লাইসেন্স, ওএনজিসি কিংবা আইওসি’র মত সংস্থার জাল নথি প্রস্তুতের সিল সহ যাবতীয় সরঞ্জাম ও কম্পিউটার বাজেয়াপ্ত করে৷

প্রাথমিক ভাবে এই কোটি কোটি টাকার জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্রাইম ব্রাঞ্চ রূপম করকে জালে তুললেও এক চক্রের সঙ্গে একাধিক জালিয়াত যুক্ত রয়েছে বলে তদন্তকারি সংস্থার ধারণা৷ ধৃতকে রিমান্ডে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে এই জালিয়াতির সঙ্গে যুক্ত অন্যান্যদের নাম-ধাম জানা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে৷

তাই ধৃত রূপম করকে রিমান্ডের পাশাপাশি সংশ্লিষ্ট মামলায় আইপিসি’র ৪২০, ৪৫৭, ৪৭২, ৪৭৪, ৪৮৪ ও ১২০(বি) ধারা যুক্ত করার আবেদন সহ বুধবার আদালতে হাজির করা হয়৷ আদালত তদন্তকারি সংস্থার আবেদনের প্রতি সহমত পোষণ করে ৬ মার্চ পর্যন্ত ধৃত অভিযুক্তের রিমান্ডের আবেদন সহ সংশ্লিষ্ট মামলায় উক্ত ধারাগুলি যুক্ত করার আর্জি মঞ্জুর করেছে৷

৬ মার্চ পর্যন্ত অভিযুক্ত প্রতারক রূপম করকে পশ্চিম থানার লকআপে রেখে জিজ্ঞাসাবাদ চালাবে মামলার তদন্তকারি সংস্থা ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?