স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৩ মার্চ।। বুধবার বিলোনিয়ায় শহীদ দিবসে যোগ দিতে গিয়ে দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হলেন বিরোধীদলের উপনেতা বাদল চৌধুরী। আক্রমণের ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায় বুধবার বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ বিধানসভা এলাকায় মনিরাম বাড়িতে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবসে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে গিয়ে আক্রান্ত হয়েছেন বিরোধী দলের নেতাকর্মীরা।তারা বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী সহ দুটি গাড়িও ভাঙচুর করেছে।
মনিরাম বাড়িতে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে গেলে সেখানে বাইক বাহিনী সেখানে চড়াও হয়। শহিদান দিবসে অংশ নেওয়ায় তাদের ওপর আক্রমণ সংগঠিত করা হয় বলে অভিযোগ। বাইক বাহিনীর হুঁশিয়ারি দিয়েছে কোন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। বাইক বাহিনীর হামলায় বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী সহ প্রায় ১৫ জন আহত হয়েছেন।
আহত বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী সহ অন্যান্যদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিরোধী দলীয় উপনেতা বাদল চৌধুরী জানিয়েছেন আগাম অনুমতি নিয়েই সেখানে শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন বাদল চৌধুরী সহ অন্যান্যরা।
সেখানে পুলিশও ছিল। পুলিশের সামনেই বাইক বাহিনী তাদের উপর আক্রমণ চালায়। বিষয়টি ঘটনাস্থল থেকেই বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী জেলা পুলিশ সুপারকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তিনি বলেন এলাকায় গুন্ডা রাজ কায়েম করার চেষ্টা হচ্ছে। যারা নিজেদেরকে বিজেপির নেতা বলে দাবি করেন তারা ই এ ধরনের হামলার ঘটনায় জড়িত। তাদেরকে রাজনৈতিক দলের নেতা-কর্মী বলা যায় না বলে তিনি মন্তব্য করেন।
তারা মানুষের ভাষা কেড়ে নিচ্ছে এবং কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ঋষ্যমুখ বিধানসভা এলাকায় বিরোধীদলীয় নেতার উপর হামলার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।