অনলাইন ডেস্ক, ৩ মার্চ।। মা হওয়া কোনো মুখের কথা নয়। যারা মা হয়েছেন, তারাই কেবল এই কথাটির মর্ম বুঝবেন। মা হয়ে একটি সুস্থ-সবল শিশুর জন্ম দিতে গেলে একজন মহিলার শরীরে, মনে কতই না পরিবর্তন আসে।
বাইরে থেকে তার সবটা বোঝা সম্ভব নয়। সম্প্রতি মা হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। লকডাউন পর্বে তার কোল জুড়ে এসেছে ইউভান। ইউভানের বয়স এখন মাত্র ছয় মাস।
ছেলেকে নিয়েই আপাতত মেতে রয়েছেন শুভশ্রী। এই মুহূর্তে নিজের শরীরের প্রতি আর তেমন দৃষ্টি দিয়ে ওঠা হচ্ছে না। টলিউডের ছিপছিপে চেহারার অভিনেত্রী শুভশ্রী এখন পূর্ণদমে মা হয়ে উঠেছেন।
আগের তুলনায় অনেক খানিই ওজন বাড়িয়ে ফেলেছেন তিনি। আর সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে কম ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে না।
তবে এই ট্রোল যারা করছেন তাদের তেমন গুরুত্ব দিতে চাইছেন না শুভশ্রী। তাদের প্রতি শুভশ্রীর জবাব, মা হওয়ার সেই আনন্দ অনুভূতি পাওয়ার জন্য একজন মহিলাকে কি কি করতে হয় সেটা যারা জানেন না তারাই কেবল এমন ট্রোল করতে পারেন।
তবে ট্রোলারদের কথা থেকেই রোগা হওয়ার জন্য ইনস্পিরেশন খুঁজে পাচ্ছেন শুভশ্রী। তাকে নিয়ে যত ট্রোল করা হবে, তিনি ততই রোগা হওয়ার জন্য মোটিভেশন পাবেন।