স্টাফ রিপোর্টার, আগরতলা,২ মার্চ।। আহতদের হাসপাতালে দেখতে গেলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ উল্লেখ্য, রবিবার রাতে রাজধানীর বড়দোয়ালি সুকল সংলগ্ণ এলাকায় সিপিআইএমের দুষৃকতিদের দ্বারা আক্রান্ত হয় শাসকদলের ৫ জন কর্মী সমর্থক৷ আহতরা প্রীতম দে, প্রদীপ দাস, মণীশ নাগ, নবজিত দাস ও সঞ্জিৎ চৌধুরী৷
মঙ্গলবার আগরতলা জিবি হাসপাতালে সাংসদ প্রতিমা ভৌমিক এবং বিধায়ক ডাক্তার দিলীপ দাস ছুটে যান৷ কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন৷ ঘটনার তীব্র নিন্দা জানান সাংসদ৷ প্রশাসনের কাছে আইনত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি৷ একইভাবে ঘটনার নিন্দা জানিয়ে বিধায়ক দীলিপ দাস বলেন, দুষৃকতিকারীরা আহতদের মাথার পেছনে আঘাত করেছে৷ এতে স্পষ্ট, প্রানে মারার চেষ্টা করেছিল সেদিন দুষৃকতিকারীরা৷
আহতদের মধ্যে প্রীতম দের অবস্থা সঙ্কটজনক৷ তার মাথায় গুরুতর আঘাত লেগেছে৷ চিকিৎসকরা যথাযথ প্রচেষ্টা করছে৷ পাশাপাশি তিনি এদিন দুষৃকতিদের গ্রেপ্তারের দাবি জানান৷ শহরে রাজনৈতিক সন্ত্রাসে জনজীবন আতঙ্কিত৷ প্রতিদিন শহরে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে৷ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠছে জনমনে৷