১২ মার্চ পর্যন্ত বিভিন্ন পদে চাকরিপ্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন

স্টাফ রিপোর্টার, আগরতলা,২ মার্চ।। এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা সংক্রান্ত সাংবাদিক সম্মেলনের ঠিক আগে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে লোক নিয়োগ করা সংক্রান্ত রাজ্য সরকারের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী রতনলাল নাথ৷ আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি ছাড়া নতুন কোনও বিষয় ছিল না এই সম্মেলনে৷

মন্ত্রী বলেন, আগামী ১২ মার্চ পর্যন্ত বিভিন্ন পদে চাকরিপ্রার্থীরা আবেদনপত্র জমা দিতে পারবেন৷ ইতিমধ্যেই গ্রুপ-সি পদের জন্য ৮৯৮৩৩টি এবং গ্রুপ-ডি পদের জন্য ৪৫১৯০টি আবেদনপত্র জমা পড়েছে বলে তিনি জানান৷ বলেন, এরমধ্যে প্রায় ৭৬০০জন এডহক রয়েছেন৷ এমসিকিউ প্রশ্ণের মাধ্যমে চাকরি প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে৷ গ্রুপ সি’র জন্য ২০০ নম্বর এবং গ্রুপ ডি’র জন্য ১০০ নম্বরে হবে পরীক্ষা৷

এরমধ্যে যথাক্রমে ৩০ এবং ১৫ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য৷ এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের আরেকটি সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রী জানান যে, সরকার চলতি বছর থেকে এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিদের প্রফেশনাল কোর্স নেবার ক্ষেত্রে আর স্পন্সর করবে না৷ আবেদনকারীদের ৫০ হাজার টাকা করে ২ বছরে ১ লক্ষ টাকা করে দিয়ে দেওয়া হবে৷ তারা নিজের ইচ্ছে মতোই শিক্ষাগ্রহণ করার প্রতিষ্ঠান বাছাই করতে পারবেন৷ তিনি জানান, সংখ্যালঘুদের কাছ থেকে যতগুলো আবেদন এসেছে সবগুলি গ্রহণ করা হয়েছে৷

যেহেতু তাদের ক্ষেত্রে পোস্টমেট্রিক স্কলারশিপের পরিমাণ খুবই কম তাই সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য এই বছর অতিরিক্ত ৪০ হাজার টাকা দেবে রাজ্য সরকার৷ মন্ত্রীর বক্তব্য, স্পন্সরশিপ পদ্ধতি চালু থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পোস্টমেট্রিক স্কলারশিপ থেকে বঞ্চিত হয়৷ যাতে এটা না হয় এজন্যই এই পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?