জনজাতিদের সার্বিক উন্নয়নের দিশায় বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ১ মার্চ।। জনজাতিদের সার্বিক উন্নয়নের দিশায় বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে৷ রাজ্যের ১৯টি জনজাতি গোষ্ঠীর ভাষা, শিক্ষা, সংস্কৃতির বিকাশে ও আর্থসামাজিক মানোন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ আজ সাবম মহকুমার মনুবনকুলে ধম্মদীপা সুকল মাঠে মগ জনজাতি গোষ্ঠীর প্রধান সমাজপতি সুুচলা মগের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কথা বলেন৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মগ জনজাতি গোষ্ঠীর প্রধান সমাজপতি সুুচলা মগের হাতে মারক ও শংসাপত্র তুলে দেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনুষ্ঠানে বলেন, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই প্রথম ত্রিপুরার জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের সম্মান জানানো হচ্ছে৷ কোনও জাতিগোষ্ঠীর সমাজপতিকে সম্মান জানানো হলে সেই জনগোষ্ঠীর মানুষ সম্মানিত বোধ করেন, তাদের আত্মমর্যাদাও বৃদ্ধি পায়৷ তিনি বলেন, ত্রিপুরার ১৯টি জনজাতি গোষ্ঠীর প্রত্যেকটির আলাদা আলাদা ভাষা ও সংস্কৃতি রয়েছে৷ কিন্তু ভাষা সংস্কৃতি ভিন্ন ভিন্ন হলেও সকলের মধ্যে ঐক্য রয়েছে৷

এরমধ্যে মগ সম্পদায় ভগবান বুদ্ধের উপাসক৷ তারা বুদ্ধের শান্তির বাণীর ধারক ও বাহক৷ মগ সম্পদায়ের মানুষের শিক্ষার বিকাশে মনুবনকুলে গড়ে তোলা হবে আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়৷ এজন্য সরকার ২৫ একর জমি দান করেছে৷ এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে তিববত, জাপান, বাংলাদেশ সহ বিদেশ থেকে বহু ছাত্রছাত্রী এখানে পড়তে আসবে৷ অন্যদিকে, পিলাকে বহু আগে থেকে বৌদ্ধ শিল্প স্থাপত্য রয়েছে৷ ফলে পর্যটনের বিকাশও হবে৷

মুখ্যমন্ত্রী বলেন, আগামীদিনে সাব্রুম হয়ে উঠবে আন্তর্জাতিক বাণিজ্য নগরী৷ এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, লজিস্টিক হাব, ইন্টিগ্রেটেড চেকপোস্ট সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে৷ আগামীদিনে সাবমে আনুমানিক আড়াই লক্ষ লোকের রোজগার সৃষ্টি হবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও বলেন, সারা ভারতের মধ্যে প্রথম ১০ জন বৌদ্ধ ধর্মগুরুর মধ্যে মনুবনকুলের ড. ধম্মপ্রিয়া একজন৷ তিনি স্বর্ণপদক জয়ী ধর্মগুরু৷

শিলাছড়িতে রয়েছেন জাতীয়স্তরের স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ সান্দ্রাই মগ৷ অথচ পূর্বের সরকার এদের কোনও খবর নেয়নি৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জনজাতিদের উন্নয়নে নতুন মানসিকতা নিয়ে কাজ শুরু হয়েছে৷ নতুন সরকার প্রতিষ্ঠার মাত্র তিন মাসের মধ্যে রাজ্যে এন সি আর টি কোর্স চালু করা হয়েছে৷ সি বি এস ই কোর্স চালু করা হয়েছে শিক্ষার উন্নয়নে৷ তাছাড়াও অটল জলধারা মিশনের মাধ্যমে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হচ্ছে৷ সৌভাগ্য যোজনার মাধ্যমে বিনা খরচে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে৷

কিষাণ সম্মাননিধির মাধ্যমে কৃষকদের হাতে বছরে ৬ হাজার টাকা সরাসরি পৌঁছে যাচ্ছে৷ কর্মচারীদের তিন শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া হয়েছে৷ এজন্য কোনও আন্দোলন করতে হয়নি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাসের দিশায় সরকার কাজ করছে৷ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক শঙ্কর রায়, মগ জনজাতি গোষ্ঠীর প্রধান সমাজপতি সুুচলা মগ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এবং সাব্রুম মহকুমার মহকুমা শাসক তড়িৎকান্তি চাকমা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?