পদ্মবিলে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জনজাতি কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার, খোয়াই, ২ মার্চ।। খোয়াই মহকুমার পদ্মবিল আক্রাবাড়ি ভিলেজে আজ ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রীজমাতিয়া বলেন, শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়৷ মানব সম্পদের বিকাশে শিক্ষার গুরুত্ব অপরিসীম৷ সরকার শিক্ষার উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে ও জনজাতি সম্পদায়ের ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষার সুুযোগ পৌঁছে দিতে গুরুত্ব দিয়ে কাজ করছে৷

বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত করতে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথে ছেলে মেয়েদের গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি তথা বিধায়ক প্রশান্ত দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের জনজাতি অংশের মানুষের কল্যাণে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে৷

তার সুুফল গ্রহণ করে ছেলে মেয়েদের প্রক’ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে সকলের প্রতি আহ্বান জানান৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলাশাসক মিতা মল, জনজাতি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা আনন্দ জমাতিয়া৷

স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা কল্যাণ আধিকারিক সুুমিত্রা দেবনাথ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবডিভিশন ওয়েলফেয়ার অফিসার সি কে মলসম, আক্রাবাড়ি ভিলেজের চেয়ারম্যান সঞ্জিত দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী নরেন্দ্র দেববর্মা প্রমুখ৷

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা জনজাতি লোকসংগীত পরিবেশন করেন৷ উল্লেখ্য, ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয় নির্মাণে ২৪ কোটি টাকা ব্যয় হবে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?