‘জাগ্রত ত্রিপুরা’ ডিজিটাল অ্যাপ্লিকেশনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ মার্চ।।কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো সম্পর্কে সহজেই অবগত হতে ’জাগ্রত ত্রিপুরা’ নামে ডিজিটাল অ্যাপ্লিকেশনের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ স্বচ্ছতার পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির সুুবিধা জনগণের কাছে দ্রত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই অনলাইন পরিষেবা চালু করা হল৷

আজ বিকেলে সচিবালয়ের ১নং কনফারেন্স হলে ’জাগ্রত ত্রিপুরা’ ডিজিটাল অ্যাপ্লিকেশন উদ্বোধনের সময় তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা, দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা বিদ্যৎ দত্ত সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

’জাগ্রত ত্রিপুরা’ অ্যাপ্লিকেশনের উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের কাছে কম সময়ে ও সহজতর পদ্ধতিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি পৌঁছানোর জন্য গুরুত্ব দিয়ে কাজ করছে৷

এই লক্ষ্যে বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা আনার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাইজেশন ব্যবস্থা চালু করা হয়েছে৷ এখন পর্যন্ত রাজ্যের ৩৫টি দপ্তরকে এই অ্যাপে যুক্ত করা হয়েছে৷ তাছাড়া ১৩৫টির উপর পরিষেবাকেও এই অ্যাপের সাথে যুক্ত করা হয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, আজ যে অ্যাপটি চালু করা হয়েছে তা কেবলমাত্র বিহার ও কর্ণাটক রাজ্যে চালু রয়েছে৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাই প্রথম রাজ্য যেখানে এই ধরণের অ্যাপ চালু করা হয়েছে৷ তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলির সুুবিধা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম থাকে৷

এখন কোন ব্যক্তি এই অ্যাপের মাধ্যমে তার বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন তথ্য প্রদান করলে সে তার প্রয়োজন অনুযায়ী প্রকল্পগুলির তথ্য পেয়ে যাবেন৷ ফলে কোন ব্যক্তি এখন থেকে ঘরে বসেই সে তার প্রয়োজন মত প্রকল্পগুলি সম্পর্কে অবহিত হতে পারবেন এবং প্রকল্পগুলির সুুবিধালাভের জন্য আবেদন করতে পারবেন৷ এই ধরণের ব্যবস্থা নিশ্চয়ই জনগণের জন্য সুুবিধা হবে বলে মুখ্যমন্ত্রী আশাব্যক্ত করেন৷

https://www.facebook.com/watch/?v=267457291650864

অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা বলেন, ’জাগ্রত ত্রিপুরা’ অ্যাপ চালুর মূল উদ্দেশ্য হল রাজ্যের জনগণ যাতে অতিসহজেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি সম্পর্কে অবহিত হতে পারেন৷ পাশাপাশি কোন প্রকল্পটি কোন ব্যক্তির প্রয়োজন তা সে সহজেই জানতে পারবেন৷

বর্তমানে এই অ্যাপে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মোট ১০২ টি প্রকল্প সংযুক্ত করা হয়েছে৷ আগামী কিছু দিনের মধ্যেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি এই অ্যাপে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হবে৷

তিনি আরও বলেন, প্রকল্পগুলি সম্পর্কে যাতে রাজ্যের সমস্ত অংশের মানুষ অবগত হতে পারেন সেজন্য প্রকল্পগুলির সমস্ত তথ্য বাংলায়, ককবরক ও ইংরেজী এই তিনটি ভাষায় থাকবে৷ অনুষ্ঠানে এছাড়াও আলোচনা করেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা বিদ্যৎ দত্ত ও সিনিয়র ইনফরমেটিকস অফিসার প্রসেনজিৎ পুরকায়স্ত এবং সূর্য্য সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সি ই ও অমিত শুক্লা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?