’ সিমন কিনবার্গের লেখা গল্পে ছবিটি নির্মাণ করবেন জ্যাসন ব্যাটেম্যান। এছাড়াও তালিকায় আছে স্টিভেন সোডারবার্গের এইচবিও ম্যাক্স ফিল্ম ‘কিমি’ এবং ইউনিভার্সালের ‘স্কারফেস।’ এই প্রজেক্টে নিয়োগ পাবেন প্রায় ২৫৪৬ জন কর্মী, ৬৯৫ জন শিল্পী এবং ২৬১৩ জন্য ব্যাকগ্রাউন্ড শিল্পী।
এছাড়াও পোস্ট প্রোডাকশনের কাজে নিয়োজিত থাকবেন ভিএফএক্স শিল্পী, সাউন্ড এডিটর, সাউন্ড মিস্কার, মিউজিশিয়ান এবং আরও অনেকে। ৭১৮ দিনে সম্পন্ন করা হবে ছবির কাজ। এই ট্যাক্স ক্রেডিট প্রোগ্রামের মূল লক্ষ্য হলো প্রোডাকশনের কাজে লস অ্যাঞ্জেলসের ওপর নির্ভরশীলতা কমিয়ে ক্যালিফোর্নিয়ার জনগণদের কাজের সুযোগ করে দেয়া এবং দক্ষতা বাড়ানো।