বিধানসভার অধিবেশন ১৯ মার্চ থেকে, আরোপ কিছু বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ মার্চ।। আগামী ১৯ মার্চ থেকে নিউ ক্যাপিটেল কমপ্লেক্সস্থিত বিধানসভা ভবনে শুরু হচ্ছে দ্বাদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন৷ ত্রিপুরা বিধানসভার সচিবালয় থেকে জানানো হয়েছে বিধানসভার অধিবেশন চলাকালীন বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে নিম্নলিখিত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

বিধানসভা সচিবালয় থেকে জানানো হয়েছে, কোনও ব্যক্তি বা কোনও যানবাহন (রিক্সা ও চালক ছাড়া) বিধানসভা সচিবালয়ের বৈধ অনুমতিপত্র ছাড়া বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবে না৷ ত্রিপুরা বিধানসভার সদস্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং বিধানসভার কর্মচারীগণ বিধানসভায় ঢোকার সময় প্রবেশ দ্বারে নিয়োজিত নিরাপত্তা রক্ষীগণ পরিচয়পত্র অথবা অনুমতিপত্র দেখতে চাইলে তা যেন দেখান৷

ত্রিপুরা বিধানসভার সদস্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং বিধানসভার কর্মচারীগণ বৈধ অনুমতিপত্র নিয়ে গাড়ি বা অন্য কোনও সহযাত্রী ছাড়া বিধানসভায় প্রবেশ করতে পারবেন৷ ত্রিপুরা বিধানসভার সদস্যদের ব্যক্তিগত দেহরক্ষীর বিধানসভায় প্রবেশের জন্য আলাদা অনুমতিপত্রের প্রয়োজন নেই৷

সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সরকারি আধিকারিক এবং দর্শকগণ ব্যাগ ও কোনও ধরণের আপত্তিকর জিনিসপত্র নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না৷ বিধানসভা কক্ষে মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?