রবিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে নেমেছিল আতলেতিকো মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে জয়টা খুব দরকার ছিল আতলেতিকোর। জিতেছেও তারা, ২-০ গোলে। যেটি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে চেলসির বিপক্ষে হারসহ তিন ম্যাচ জয়শূন্য থাকার পর তোলা সাফল্য। পরের ম্যাচই মাদ্রিদ ডার্বি। হলুদ কার্ডের জেরে নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা সুয়ারেজকে ভিয়ারিয়াল ম্যাচে তাই না খেলালেই খুশি থাকতেন সিমিওনে! কিন্তু না খেলিয়েও পারেননি।
জোয়াও ফেলিক্স যখন ৬৯ মিনিটে অতিথিদের দ্বিতীয় গোলটি এনে দিলেন, জয় যখন অনেকটাই নিশ্চিত, তার কিছুপর, ৭৬ মিনিটে সুয়ারেজকে তুলে নিয়ে হাঁপ ছেড়ে বাঁচেন সিমিওনে। তাতেই নিশ্চিত হয় মাদ্রিদ ডার্বিতে উরুগুয়ে তারকাকে পাচ্ছেন কোচ। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে চলতি মৌসুমে সুয়ারেজকে পাননি সিমিওনে। রিয়াল ম্যাচে অন্তত তেমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে না তাকে। সবশেষ জয়ে ২৪ ম্যাচে ৫৮ পয়েন্টে লা লিগার টেবিলের শীর্ষস্থানে আরও মজবুত করেছে আতলেতিকো। এক ম্যাচ বেশি খেলে ৫৩ পয়েন্টে লা লিগার দুইয়ে বার্সেলোনা। তিনে রিয়াল মাদ্রিদ।