জনজাতিদের সমাজজীবনে সমাজপতিদের মূল্যবান ভূমিকা রয়েছে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১ মার্চ।। জনজাতিদের সমাজজীবনে সমাজপতিদের মূল্যবান ভূমিকা রয়েছে৷ জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে প্রত্যেক জনজাতি গোষ্ঠীর সমাজপতিগণ অগ্রণী ভূমিকা নেন৷ সমাজপতিরাই জনজাতিদের সমাজের ধারক ও বাহক৷ আজ কিল্লা ব্লকের জয়িংকামী মাঠে জমাতিয়া ও মলসম সম্পদায়ের সমাজপতিদের সম্মাননা প্রদান সমারোহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধান অতিথির ভাষণে একথা বলেন৷

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি সমাজে সমাজপতিদের এই অবদানকে বিগত বছরগুলিতে উপেক্ষা করা হয়েছে৷ বর্তমান সরকার সমাজপতিদের স্বীক’তি দানের মাধ্যমে সেই ঐতিহ্য পুনরায় প্রতিষ্ঠিত করার প্রয়াস নিয়েছে৷ এদিকে লক্ষ্য রেখেই সরকার জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের সম্মাননা প্রদান করছে৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার এডিসি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৩৬২ কোটি টাকা ব্যয় করে ৬৮টি রাস্তা তৈরি করবে৷ এডিসি এলাকার সবগুলি রাস্তাকে পাকা করা হবে৷

এরমধ্যে ৩১টি রাস্তা তৈরি করতে ব্যয় হবে ১৩৫ কোটি টাকা৷ ৮টি রাস্তা তৈরিতে ব্যয় হবে ৪৬ কোটি টাকা এবং ২৯টি রাস্তা তৈরি করতে খরচ হবে ১৮১ কোটি টাকা৷ তিনি বলেন, এডিসি এলাকায় পেপার ব্লকের রাস্তা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এরজন্য সরকার ৯৬ কোটি টাকা বরাদ্দ করেছে৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, আজ এক ঐতিহাসিক দিন৷ রাজ্যে প্রকৃত যাদের সম্মাননা পাওয়ার অধিকার রয়েছে আজ সেই সমাজপতিদের এই অনুষ্ঠানে সম্মাননা জ্ঞাপন করা হলো৷

রাজ্যের জনজাতি গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতিকে রক্ষা করার ক্ষেত্রে সরকার আন্তরিক৷ সরকার প্রত্যেক জাতিগোষ্ঠীর ক’ষ্টি সংস্ক’তিকে সম্মান করে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, জমাতিয়া হদার অক্রা পুলিন্দ্র কুমার জমাতিয়া, জমাতিয়া হদার অক্রা পদ্মলীলা জমাতিয়া, মলসম দফার রাই মদন হরি মলসম প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক রামপদ জমাতিয়া৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন গোমতী জেলার জেলাশাসক ড. টি কে দেবনাথ৷

আজ অনুষ্ঠানের মাধ্যমে জমাতিয়া হদার অক্রা পুলিন্দ্র কুমার জমাতিয়া, পদ্মলীলা জমাতিয়া এবং মলসম দফার রাই মদন হরি মলসমকে সম্মাননা জানান মুখ্যমন্ত্রী৷ এছাড়া অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে কিল্লা কৃষি মহকুমার অধীন ৬০ জন ককৃষক জয়িংকামী মাঠে ভর্তকিতে ক’ষিজ যন্ত্রপাতি বিতরণ করা হয়৷ এতে মোট ব্যয় হয় ২৪ লক্ষ ৬২ হাজার ৮১৪ টাকা৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?