অনলাইন ডেস্ক, ২ মার্চ।। দুই দিনের নির্বাচনী প্রচার সারতে সোমবার অসম সফরে গিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। আজ তাঁর সফরের দ্বিতীয় দিন। ইতিমধ্যেই মঙ্গলবার সকালে অসমে চা শ্রমিকদের সঙ্গে তাদের কাজে নিযুক্ত হলেন কংগ্রেস নেত্রী। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়।
উল্লেখ্য, অসমকে হাতিয়ার করে এগোচ্ছে কংগ্রেস পরিবার। অন্যদিকে, সিএএ নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে অসমবাসীর কাছে। এবার সেই ক্ষোভকে কাজে লাগিয়ে তাদের মন জয় করতে পথে নেমেছে কংগ্রেস।
এদিন অসমের তেজপুরে শ্রমিকদের সঙ্গে তাদের মত সেজেই নেত্রীকে দেখা যায়। তাঁর পরনে লাল শাড়ি, পিঠে ঝুড়ি, মাথায় স্কার্ফ আর কোমরে ছিল অ্যাপরন। শ্রমিকদের নির্দেশ অনুসারে কীভাবে চা পাতা তুলতে হয় সেই কাজ শিখলেন তিনি। চা-শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথাও শুনলেন প্রিয়াঙ্কা।
Smt. @priyankagandhi learns the intricacies of tea leaf plucking directly from the women tea workers at Sadhuru tea garden, Assam.#AssamWithPriyankaGandhi pic.twitter.com/605Kuah2UL
— Congress (@INCIndia) March 2, 2021
সম্প্রতি অসমের ঐতিহ্যবাহী ‘ঝুমুর’ গানে তালে তাল মিলিয়ে নাচতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সেই নাচের ভিডিও।
আসন্ন বিধানসভা নির্বাচনে বন্ধ ও বেহাল চা বাগান এবং চা শ্রমিকদের দুর্দশার বিষয়টি প্রচারে আনতে চাইছে কংগ্রেস৷ এর আগে অসম সফরে গিয়ে এ নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধিও৷ এবার সেই পথেই হাটবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কাও।