স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ মার্চ।। হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত ৩৯তম আগরতলা বইমেলার চতুর্থ দিনে আজ দুইটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হয়৷ লেখক মনোজিৎ ধরের ‘কোভিড চালিশা’ গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন করেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস৷ লেখক শ্যামল চৌধুরী ও কবি নকুল দাসের ‘বাংলা ভাষা সংগ্রামের ইতিবৃত্ত’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন এম বি বি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. সত্যদেও পোদ্দার৷
প্রকাশিত ‘কোভিড চালিশা’ গ্রন্থের উপর আলোচনা করেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস এবং ‘বাংলা ভাষা সংগ্রামের ইতিবৃত্ত’ বইটির উপর আলোচনা করেন অধ্যাপক মুজাহিদ রহমান৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস এবারের কোভিড পরিস্থিতির মধ্যেও ত্রিপুরার প্রকাশকরা যেভাবে তাদের বই প্রকাশ করেছেন এজন্য তাদের ধন্যবাদ জানান৷ এছাড়াও আলোচনা করেন কবি নকুল দাস এবং এম বি বি মহাবিদ্যালয়ের প্রবন্ধক সুুমন্ত চক্রবর্তী৷ এদিকে বইমেলার মঞ্চে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবং কাজ নিয়ে বক্তব্য রাখেন দীপান্বিতা চক্রবর্তী৷ এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন শর্মিষ্ঠা রায়৷
এছাড়া দ্বিতীয় পর্বের আলোচনার বিষয় ছিলো ত্রিপুরার গ্রন্থ প্রকাশনা৷ অনুষ্ঠানে রাখাল মজমদার এবং শুভবত দেব আলোচনা করেন৷ অনুষ্ঠানের সঞ্চালনা করেন তীর্থঙ্কর দাস৷ সন্ধ্যায় বারীণ দেববর্মা মঞ্চে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এতে রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীদের পাশাপাশি রাজ্যের বিশিষ্ট শিল্পীগণ একক সংগীত পরিবেশন করেন৷ পরিবেশিত হয় জনজাতি সম্পদায়ের সমবেত নৃত্য৷ এছাড়াও উত্তর-পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহায়তায় আসাম, মেঘালয় এবং মণিপুরের শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷