নুসরাতের করোনা পজিটিভ?

অনলাইন ডেস্ক, ১ মার্চ।। কভিড-১৯ আক্রান্ত হয়েছেন কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। এমন খবর ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যম ও অনলাইনে। বলা হচ্ছে, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে নাকি নিজেই সমস্ত কাজ বাতিল করে দিয়েছেন। এ বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যম মন্তব্য করেছেন এ নায়িকা। জ্বর আসলেও এখনো করোনা পরীক্ষা করাননি তিনি। নুসরাত জানান, তার জ্বর এসেছে।

চিকিৎসক ‘ভাইরাল ফিভার’ বুঝে সেই মতো ওষুধ দিয়েছেন। তিনি বলেন, “কভিডে আক্রান্ত হলে আমি নিজেই সবাইকে জানাব। চিকিৎসক আমাকে বললে তবেই পরীক্ষা করাব।” এ দিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। প্রচারে নেমেছে সব পক্ষই। বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্য নুসরাতও শামিল সেই যুদ্ধে। নেট মাধ্যমে বিভিন্ন ভাবে তৃণমূলের হয়ে প্রচার করছেন তিনি। আবার বিরোধীপক্ষকে কটাক্ষ করতেও ছাড়ছেন না।

শনিবার ‘দিদিকে বলো’র টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নকে আরও বেশি করে বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেন অভিনেত্রী। এত সব কাণ্ডের মাঝেও আলোচনায় আছে নুসরাতের ব্যক্তিগত জীবন। স্বামী নিখিল জৈনের সঙ্গে জটিলতা ও অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের গুঞ্জন কয়েক মাস ধরে বাতাস ভাসছে। সম্প্রতি এমনও খবর এসেছে, নুসরাতকে বিচ্ছেদের নোটিশ দিয়েছেন নিখিল।

তবে অন্য বিষয় নিয়ে মন্তব্য না করলেও নোটিশের বিষয়টি দুজনই অস্বীকার করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’। এ ছবিতে আছে নুসরাত। অন্য অভিনেতাদের মধ্যে রয়েছে ঢাকার মোশাররফ করিমও। আর মুক্তির অপেক্ষায় আছে ‘এসওএস কলকাতা’।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?