স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ মার্চ।। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের পূর্বে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারী বাসভবন ঘেরাও করেছিল বিজেপি। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৎকালীন বিজেপি নেত্রী তথা বর্তমান সাংসদ প্রতিমা ভৌমিক।
তৎকালীন মুখ্যমন্ত্রীর সরকারী বাস ভবন ঘেরাও করার দায়ে তখন প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই মালার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালতে সশরীরে উপস্থিত হয়ে হাজিরা দেন সাংসদ প্রতিমা ভৌমিক।
আদালত থেকে বেরিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক জানান বিজেপি সরকার প্রতিষ্ঠার পূর্বে তৎকালীন মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবন ঘেরাও করার ফলে একটি মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে এইদিন তিনি আদালতে এসেছেন।