শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক পদে মুডি

অনলাইন ডেস্ক, ১ মার্চ।। শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ টম মুডি। আগামী তিন বছর কাজ করবেন তিনি। সোমবার থেকে শুরু হয়েছে মুডির নতুন চাকরি। অরবিন্দ ডি সিলভার নেতৃত্বে শ্রীলঙ্কার নতুন টেকনিক্যাল পরামর্শক কমিটির সুপারিশে এই নিয়োগ বাস্তবায়ন করা হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী তিন বছরে অন্তত ৩০০ দিন শ্রীলঙ্কায় থাকবেন মুডি।

শ্রীলঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলে ডি সিলভা জানান মুডির কাজের পরিধি হবে বিশদ, ‘ভবিষ্যৎ সূচি বিশ্লেষণ, ঘরোয়া টুর্নামেন্টের কাঠামো, খেলোয়াড়দের কল্যাণ, শিক্ষা, স্কিল উন্নয়ন, কোচিং ও সাপোর্ট স্টাফের কাঠামো ঠিক করা, হাই পারফরম্যান্স ইউনিটের কাজ ও তথ্য বিশ্লেষণ করবেন তিনি।’ ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত শ্রীলঙ্কান জাতীয় দলের প্রধান কোচ ছিলেন মুডি। তার অধীনে এসেছিল টেস্টে সাফল্য।

বিশ্বকাপেও রানার্সআপ হয়েছিল লঙ্কানরা। এরপর তিনি আইপিএল ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কোচের ভূমিকায় কাজ করেছেন। অ্যাশলে ডি সিলভা বলছেন, ‘আগেও তিনি আমাদের সঙ্গে কাজ করেছেন ও সাফল্য এনেছেন। আমি নিশ্চিত তার প্রজ্ঞা দিয়ে আবার সেটা করবেন।’ ডি সিলভার সঙ্গে পরামর্শক কমিটিতে আছেন কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরালিধরনরাও।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?