সিপিআইএম আশ্রিত দুষ্কৃতিদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী, প্রতিবাদে মিছিল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১ মার্চ।। বিরোধী দল সিপিআইএম আশ্রিত দুষ্কৃতিদের হাতে আক্রান্ত বিজেপি কর্মী। ঘটনা রাজধানীর বড়দোয়ালি এলাকায়। গুরুতর ভাবে আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ৫ বিজেপি কর্মী।  আহতরা হল নাম প্রীতম দে,প্রদীপ দাস,মণীশ নাগ,নবজিত দাস  ও সঞ্জিব চৌধুরী। আহত বিজেপি কর্মীদের দেখতে সোমবার জিবি হাসপাতালে ছুটে যান প্রদেশ বিজেপির সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত। সাথে ছিল বিজেপি কর্মী সমর্থকরা। জিবি হাসাপাতালে গিয়ে পাপিয়া দত্ত কথা বলেন হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী সহ তাদের পরিবার পরিজনদের সাথে। ঘটনার বিষয়ে তিনি অবগত হন।

পরে তিনি কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সাথে। প্রদেশ বিজেপির  সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার  ঘটনার তিব্র নিন্দা জানান। এই ঘটনার জন্য তিনি সিপিআইএম-কে কাঠগড়ায় তুলেন। তিনি আরও বলেন বিজেপি চাইলে প্রতিশোধ নিতে পারে। কিন্তু বিজেপি কর্মীরা তা করবে না। বিজেপি কর্মীরা স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী। যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?