ম্যাচের দুই মিনিটেই সন হিউং-মিনের এসিস্ট থেকে দলকে এগিয়ে দেন বেল। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। ৩১ মিনিটে লুকাস মৌরা ব্যবধান ৩-০ করেন। বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে বেল নিজের দ্বিতীয় গোল আদায় করেন। এবারো গোল তৈরি করেন দেন সন।এই জয়ের সুবাদে টেবিলে আট নম্বরে উঠে এসেছে টটেনহ্যাম। ২৫ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। চতুর্থ স্থানে থাকে ওয়েস্ট হ্যামের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে দলটি। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশনের লড়াইয়ে এখনো ভালোভাবেই আছে মরিনহোর দল।