জনজাতিদের চিরাচরিত সংস্কৃতি যাতে আরও বিকশিত হয় সেদিকে নজর দেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১ মার্চ।। রাজ্যের বর্তমান সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে৷ শিক্ষাব্যবস্থার উন্নয়নের পাশাপাশি জনজাতিদের চিরাচরিত সংস্কৃতি যাতে আরও বিকশিত হয় সেদিকে নজর দেওয়া হয়েছে৷ আজ শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনুর তৈকর্ম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে রিয়াং জনজাতি গোষ্ঠীর প্রধান অনিল রিয়াং কে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথা বলেন৷

তিনি বলেন, জনজাতিরা যাতে অন্যান্যদের চেয়ে কোন দিকে পিছিয়ে না থাকেন সে জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় সড়কের উন্নয়নের পাশাপাশি জনজাতি অধ্যষিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৩৬২ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এডিসি এলাকার রাস্তাঘাট, পানীয়জল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার সুুফল যাতে সবার  কাছে পৌঁছে যেতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে৷ সবকা সাথ সবকা বিকাশ এই দিশায় রাজ্য সরকার কাজ করে চলেছে৷

মুখ্যমন্ত্রী বলেন, সমাজের সার্বিক উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য৷ তিনি শক্তিশালী এবং সর্বশ্রেষ্ট ত্রিপুরা গঠনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যে সবার প্রতি আহ্বান জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, আজ একটি ঐতিহাসিক দিন৷ জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের বর্তমান সরকার সম্মানিত করছে৷ শক্তিশালী সমাজ গঠনে জনজাতি গোষ্ঠীগুলি যে অবদান রেখেছে তার জন্যই তাদের সম্মানিত  করা হচ্ছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বকাফা বিএসি’র চেয়ারম্যান গৌরিশঙ্কর রিয়াং, দক্ষিণ জেলার পুলিশ সুুপার কুলবন্ত সিং, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক প্রমুখ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?