উত্তরসূরির কড়া সমালোচনা করে জানেন, তারা ‘আমেরিকা ফার্স্ট’ নীতি থেকে সরে ‘আমেরিকা লাস্ট’ হয়ে গেছে।অভিশংসন ট্রায়াল থেকে খালাস পাওয়ার সপ্তাহখানেক পর ট্রাম্প এ বক্তৃতা দিলেন। রবিবার তিনি অরল্যান্ডোর কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি)-এ হাজির হয়ে রিপাবলিকান পার্টির ওপর ক্রমাগত নিজের প্রভাব জাহির করেন। বৃহস্পতিবার শুরু হওয়া এ সম্মেলনের মেজাজ আগা-গোড়া ট্রাম্পপন্থী।
বক্তাদের মধ্যে ট্রাম্পের অনুগত টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও ছিলেন। সম্মেলনে ট্রাম্প বারবার ভবিষ্যৎ পরিকল্পনার দিকে জোর দেন। তিনি জানান, এখানে আন্দোলন, দল ও দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য একত্রিত হয়েছেন। নতুন রাজনৈতিক দল গড়ার গুঞ্জনকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দেন তখন। তার মতে, রিপাবলিকানরা আগের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী। তাদের ভোট ভাগ করা ঠিক হবে না।
এ দিন আবারও নভেম্বরের নির্বাচনে জেতার দাবি করেন তিনি। জানুয়ারিতে ইউএস ক্যাপিটলে ঘটা সহিংসতার পর থেকে ফেইসবুক ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ রয়েছেন আমেরিকার সাবেক এ প্রেসিডেন্ট।এ ঘটনায় ভীষণভাবে সমালোচিত হলেও জনপ্রিয়তার বিচারে এখনো এগিয়ে আছেন ৭৪ বছর বয়সী রাজনীতিক। হোয়াইট হাউস ছাড়ার পর থেকে ফ্লোরিডা উপসাগরের তীরে নিজের রিসোর্টে থাকছেন ডোনাল্ড ট্রাম্প।