নতুন দল গড়ার পরিকল্পনা নেই ট্রাম্পের

অনলাইন ডেস্ক, ১ মার্চ।। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নতুন করে রাজনৈতিক দল গড়ার কোনো পরিকল্পনা নেই তার। ফ্লোরিডার কনজারভেটিভ সম্মেলনে এ কথা উল্লেখ করে জানান, এমন উদ্যোগ নিলে রিপাবলিকানদের ভোট ভাগ হয়ে যাবে। বিবিসি জানায়, ডেমোক্র্যাট জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই ট্রাম্পের প্রথম বক্তৃতা। সেখানে ২০২৪ সালে আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন।

উত্তরসূরির কড়া সমালোচনা করে জানেন, তারা ‘আমেরিকা ফার্স্ট’ নীতি থেকে সরে ‘আমেরিকা লাস্ট’ হয়ে গেছে।অভিশংসন ট্রায়াল থেকে খালাস পাওয়ার সপ্তাহখানেক পর ট্রাম্প এ বক্তৃতা দিলেন। রবিবার তিনি অরল্যান্ডোর কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি)-এ হাজির হয়ে রিপাবলিকান পার্টির ওপর ক্রমাগত নিজের প্রভাব জাহির করেন। বৃহস্পতিবার শুরু হওয়া এ সম্মেলনের মেজাজ আগা-গোড়া ট্রাম্পপন্থী।

বক্তাদের মধ্যে ট্রাম্পের অনুগত টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও ছিলেন। সম্মেলনে ট্রাম্প বারবার ভবিষ্যৎ পরিকল্পনার দিকে জোর দেন। তিনি জানান, এখানে আন্দোলন, দল ও দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য একত্রিত হয়েছেন। নতুন রাজনৈতিক দল গড়ার গুঞ্জনকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দেন তখন। তার মতে, রিপাবলিকানরা আগের যেকোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী। তাদের ভোট ভাগ করা ঠিক হবে না।

এ দিন আবারও নভেম্বরের নির্বাচনে জেতার দাবি করেন তিনি। জানুয়ারিতে ইউএস ক্যাপিটলে ঘটা সহিংসতার পর থেকে ফেইসবুক ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ রয়েছেন আমেরিকার সাবেক এ প্রেসিডেন্ট।এ ঘটনায় ভীষণভাবে সমালোচিত হলেও জনপ্রিয়তার বিচারে এখনো এগিয়ে আছেন ৭৪ বছর বয়সী রাজনীতিক। হোয়াইট হাউস ছাড়ার পর থেকে ফ্লোরিডা উপসাগরের তীরে নিজের রিসোর্টে থাকছেন ডোনাল্ড ট্রাম্প।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?