রাষ্ট্রীয় বিজ্ঞান দিবসে বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন হল উদয়পুরে

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৮ ফেব্রুয়ারি৷৷ আমাদের দেশে বৈচিত্রের মধ্যে ঐক্য রয়েছে৷ এটাই আমাদের ঐতিহ্য৷ ছোট্ট ত্রিপুরা রাজ্যেও জাতি জনজাতি অংশের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করছেন৷ এই পরম্পরা আবহমান কালের৷ আজ উদয়পুরের পূর্ব গকুলপুরে বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন করে রাজ্যপাল রমেশ বৈস একথা বলেন৷

অনুষ্ঠানে রাজ্যপাল শ্রীবৈস বলেন, কেন্দ্রীয় সরকার দেশের প্রত্যেক অঞ্চল ও রাজ্যের বিকাশে আন্তরিক৷ আজ এখানে রাষ্ট্রীয় বিজ্ঞান দিবসে বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন এ রাজ্যের জন্য একটি গর্বের দিন৷ তিনি বলেন, এই বিজ্ঞান কেন্দ্রটি ছাত্রছাত্রীসহ সমাজের সকল অংশের মানুষের মধ্যে বিজ্ঞান মানসিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷

 

বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন দপ্তরের রাজ্যমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, এই বিজ্ঞান কেন্দ্রটি এই রাজ্যের ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করবে৷ ছাত্রছাত্রীরা বিজন বিষয়ে আনেক অজানা তথ্য জানতে পারবে৷ তিনি বলেন, বিজ্ঞানের অগ্রগতির সাথে আমাদের অভ্যস্ত হতে হবে৷

অনুষ্ঠানে সম্মানিত অতিথি উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, এই বিজ্ঞান কেন্দ্রটির উদ্বোধনের মধ্যদিয়ে রাজ্যে বিজ্ঞান চর্চায় এক নতুন দিক উন্মোচিত হল৷ ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চায় উৎসাহী করে তোলার ক্ষেত্রে এই বিজ্ঞান কেন্দ্র একটি বিশেষ ভূমিকা নেবে৷

অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান সংগ্রহশালা পর্ষদের মহানির্দেশক অরিজিত দত্ত চৌধুরী বলেন, উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যে এ ধরণের বিজ্ঞান কেন্দ্র চালু করা হয়েছে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ প্রতিমা ভৌমিক৷

উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রতন ভৌমিক, গোমতী জেলার জেলাশাসক ড় টি কে দেবনাথ প্রমুখ৷ সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী৷ স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা৷

https://www.facebook.com/watch/?v=4072198022813162

উল্লেখ্য, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের সহায়তায় বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের উদ্যোগে এই বিজ্ঞান কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে৷ বিজ্ঞান কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি টাকা৷

https://www.facebook.com/pranajitsingharoy/videos/261777288853649/?sfnsn=wiwspmo

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?