করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন ভিডিও

অনলাইন ডেস্ক, ১ মার্চ।। করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নিজে টুইট করে জানালেন টিকাররণের কথা৷ করোনার টিকাকরণের সঙ্গে যুক্ত দেশের চিকিৎসক, গবেষকদের কাজের ভূয়সী প্রসংশাও করলেন তিনি৷

বিশ্বজুড়ে করোনার সঙ্গে লড়াইয়ে ভারতীয় গবেষক ও চিকিৎসকদের ভূমিকা অনস্বীকার্য এবং করোনা টিকাকরণের প্রক্রিয়া ত্বরান্বিত করে সাধারণের স্বস্তি এনেছেন তাঁরা, টুইটে সে কথাও উল্লেখ করেছেন মোদী৷

দেশে যাঁদের করোনা টিকা নিতে কোনও সমস্যা নেই, তাঁদের করোনার ভ্যাকসিন নিতেও আর্জি জানান তিনি৷ দেশকে করোনা মুক্ত করতে সকলকে টিকাকরণ প্রক্রিয়ার শরিক হতে বলেন দেশের প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রীকে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের প্রথম ডোজটি দেওয়া হয়৷ টিকাকরণ প্রক্রিয়ায় সাহায্য করেন পুদুচেরির সিস্টার পি নিভেদা৷ আজ, সোমবার থেকে দেশে করোনা টিকাকরণে গতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে৷

আজ থেকে সাধারণ মানুষের জন্য বেসরকারি হাসপাতালে শুরু হবে টিকাকরণ৷ ষাটোর্ধ্ব এবং ৪৫ বছর বা তার বেশি যাদের কোমর্বিডিটি রয়েছে, তারা এই টিকা সরাসরি নিজেরা গিয়েই নিতে পারবেন৷ এর জন্য খরচ হবে যৎসামান্য৷

১৯২ কেন্দ্রে মধ্যে, ১৩৬টি বেসরকারি কেন্দ্র থাকছে৷ জানিয়েছেন দিল্লির এক সরকারি আধিকারিক৷ সরকারি হাসপাতালে এই টিকা বিনামূল্য মিলবে তবে বেসরকারি হাসপাতালে এর জন্য খরচ হবে মাত্র ২৫০ টাকা৷

সোমবার বেলা ১২ থেকে এই টিকাকরণ শুরু হবে৷ এর আগে শুধুমাত্র প্রথমসারির যোদ্ধারা এই টিকা পেয়েছেন৷ এবার থেকে জন সাধারণের জন্য শুরু হয়ে গেল করোনার টিকাকরণ৷ কোউই ২.০ -র মাধ্যমে টিকার জন্য নাম নথিভুক্ত করা যাবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?