স্যাটেলাইটে চেপে মহাকাশে পাড়ি দিল প্রধানমন্ত্রীর ছবি ও গীতা

অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। বিশ্বের ইতিহাসে প্রথম। প্রধানমন্ত্রীর ছবি ও গীতার ডিজিটাল কার্ডের ভার্সন গেল মহাকাশে। এর পাশাপাশি রবিবার সকালে মহাকাশে ব্রাজিলের আমাজোনিয়া-১ সহ ১৯টি উপগ্রহ পাঠাল ইসরোর পিএসএলভি-সি৫১ রকেট। শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এই রকেট উৎক্ষেপণ করা  হয়।

ইসরো প্রধান কে শিভন জানিয়েছেন ভারত ও ইসরো ব্রাজিলের আমাজোনিয়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করতে পারায় গর্বিত৷ লঞ্চ ইভেন্টে তিনি জানিয়েছেন, ‘এই মিশনে ভারত ও ইসরো খুবই গর্বিত, সম্মানিত এবং খুশি৷ ব্রাজিলের প্রথম ডিজাইন করা , বানানো ও অপারেটেড হওয়া এই স্যাটেলাইট৷ আমি ব্রাজিলিয়ান দলকে শুভেচ্ছা জানাই৷  এই স্যাটেলাইট একেবারে দারুণ অবস্থায় রয়েছে৷ এর জন্য গোটা ব্রাজিলীয় দলকে আমি প্রশংসা করি৷’

প্রসঙ্গত, ব্রাজিলের তৈরি কোনও উপগ্রহ এই প্রথম  মহাকাশে পাঠানো হল। যা নিয়ে গেল ভারতের মহাকাশযান। পিএসএলভি-সি৫১ এর এটি ৫১ তম যাত্রা। সকাল ১০.২৪ মিনিটে উৎক্ষেপণ করা হয়। জানা গিয়েছে ১৮ টি উপগ্রহ নিয়ে রওনা দিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি মহাকাশ যানের টপ প্যানেলে বসানো হয়েছে। স্পেস কিডজ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সফল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?