সাংবাদিকের স্ত্রীর উপর আক্রমণ, খোঁজ নিল মহিলা কমিশন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী।। একটি সংবাদ চ্যানেলর সাংবাদিকের স্ত্রীর শ্লীলতাহানীর ঘটনা নিয়ে ক্রমশ সরগরম হতে শুরু করেছে সাংবাদিক মহল৷ এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার না করতে পারায় পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ণ৷

ঘটনা বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ যোগেন্দ্রনগর মহাশক্তি সংঘ লাগোয়া নিশান পাড়া এলাকায়৷ ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলা পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তের খোঁজে পুলিশি তল্লাশি চলছে কিন্তু এখন পর্যন্ত অভিযুক্ত পুলিশের নাগালের বাইরে৷

এদিকে সাংবাদিকের স্ত্রীর উপর আক্রমণ এবং তার শ্লীলতাহানি হয়েছে খবর পেয়ে সাংবাদিকের বাড়িতে ছুটে যান রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ মহিলা কমিশনের চেয়ারপার্সন সাংবাদিকের স্ত্রীর শ্লীলতাহানীর ঘটনার তীব্র নিন্দা  করেছেন৷ নির্যাতিতার সঙ্গে তিনি কথা বলেছেন৷

তিনি বলেছেন এ ক্ষেত্রে পূর্ব মহিলা থানায় একটি মামলা হয়েছে এবং এর সঠিক তদন্ত অবশ্যই হওয়া দরকার৷ নির্যাতিতার পাশে দাঁড়ানোর জন্য সকল সচেতন লোকজনদের আবেদন জানান তিনি৷

মহিলা কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন প্রত্যেকটি নারী দরদী সংগঠনগুলোকে নির্যাতিতার পাশে দাঁড়ানো উচিত৷পাশাপাশি তিনি বলেন, অভিযুক্ত প্রায়শই ঐ মহিলাকে কু প্রস্তাব দিত৷ গত বৃহস্পতিবার ঘটনার দিন মহিলাকে বাড়িতে একা পেয়ে অভিযুক্ত তাদের বাড়িতে চলে আসে, এবং মহিলাকে কু প্রস্তাব দেয়৷ মহিলা চিৎকার চেচামেচি করতে থাকলে উনার শ্বশুর শাশুড়ি ছুটে আসেন৷

তাদেরকে, অভিযুক্ত ধাক্কা মারে বলে অভিযোগ করেন বর্ণালী গোস্বামী৷তাছাড়া শনিবার সকালে ও নির্যাতিতাকে  অভিযুক্ত উত্তম দেবনাথ অশালীন ভাষায় গালমন্দ করে৷ এলাকার একাংশ রাজনৈতিক দলের নেতা নেত্রী বিষয়টি মীমাংশা করার প্রস্তাব দেন৷ কিন্তু গৃহবধূ রাজি হননি এই প্রস্তাবে৷ এই ধরনের ঘটনার বিচার হতে হবে বলে জানিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন৷

মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী আরও বলেন মহিলা কমিশন এই ধরনের নারী সংক্রান্ত অপরাধের বিষয় মীমাংসা করার পক্ষে নয়৷ এই ঘটনার সুষ্ঠু বিচার চাইছেন তিনি৷ পুলিশের তদন্তকারী অফিসার যেন এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে এই দাবি জানিয়েছেন বর্ণালী গোস্বামী৷

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?