তাঁর জীবন কেমন করে কাটে, সে কথাটা এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রেগা নিউজ। এই সচেতনতা প্রচারমূলক বিজ্ঞাপনের হাত ধরে আবার ছোটপর্দায় ফিরে এলেন মোনা সিং। যিনি একদা জসসি য্যায়সি কোই নেহি ধারাবাহিকের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছিলেন।
এখানে তাঁর অভিনীত চরিত্রটির নাম লতা। যে সব দিক থেকে দক্ষ, কিন্তু জসসির মতো তারও রয়েছে একটি সামাজিক মানসিকতা দ্বারা প্রভাবিত তথাকথিত খুঁত- সে মা হতে পারেনি বিয়ের অনেক বছর কেটে গেলেও! বিজ্ঞাপনে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলশিক্ষিকা লতা বাড়িতে ফিরেছে, সেখানে উৎসব চলছে তার ছোট জায়ের সাধের।
জায়ের মা হওয়ার আনন্দে পরিবারের সঙ্গে শরিক হয়েছে লতাও, কিন্তু কোথাও একটা তার মন থেকে খারাপ লাগা কিছুতেই দূর হচ্ছে না! যা চোখের জলের বন্যায় পরিণত হয়, যখন জা সাফ বলে দেন যে মেয়ে হলে তিনি তার নাম রাখবেন লতিকা! যে একজন আদর্শ নারী হিসেবে বড় বউয়ের মতো পরিবারের সকলের পাশে থাকতে পারবে।
এই বিজ্ঞাপন ধারাভাষ্যে এটা বলতে ছাড়েনি যে নারী তার নিজের খুঁটিনাটি নিয়েই সম্পূর্ণ, মাতৃত্ব কেবল একটা বাড়তি পাওনা। সেটা বাদ দিয়েও একজন নারী জীবনে পরিপূর্ণতার আস্বাদ পেতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই নতুন বিজ্ঞাপন রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।