স্টাফ রিপোর্টার, পানিসাগর, ২৭ ফেব্রুয়ারী।।
প্রায় দেড় বছর যাবত পানীয় জলের সমস্যায় নাজেহাল হয়ে অবশেষে পথ অবরোধের সিদ্ধান্ত নিল গ্রামবাসীরা৷ দীর্ঘ ৪ ঘন্টা যাবৎ চলল পথ অবরোধ৷ ঘটনা পানিসাগর মহাকুমার চারুবাসা গ্রাম পঞ্চায়েত এলাকায়৷
এলাকাবাসীদের অভিযোগ একমাত্র ডিপটিউবোয়েলই এই গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবারের পানীয় জল গ্রহণের উৎস৷ কিন্তু দীর্ঘ দেড় বছর যাবৎ গ্রামের ডিপ টিউবওয়েলটি নষ্ট হয়ে আছে৷অথচ ডিডাব্লিউএস দপ্তর এবং বিশেষত গ্রামের নির্বাচিত প্রতিনিধিদের এই ডিপ টিউবয়েল সারাই কিংবা নতুন ডিপ টিউবওয়েল স্থাপনের কোন উদ্যোগ নেই৷
বিগত দেড় বছর যাবত দূরবর্তী স্থান থেকে পানীয় জলের ট্যংকের জল এনে ওই ট্যাংকের মাধ্যমে কোন প্রকারে গ্রামবাসীদের পানীয় জল সরবরাহ করা হয়৷সেটাও আবার একদিন দুদিন পরপর আসে৷এর ফলে পানীয় জলের সংকটে গোটা গ্রাম বিপর্যস্ত৷ গ্রামবাসীদের অভিযোগ গ্রামের এই পানীয় জলের সমস্যা সমাধানের জন্য এলাকার নির্বাচিত প্রধান এবং শাসক দলের নেতৃত্ব দের তেমন কোনো হেলদোল নেই৷
পাশাপাশি আরও অভিযোগ রয়েছে যে জল সরবরাহ করা হয় তা নোংরা আয়রন যুক্ত৷ এ বিষয়ে আগেও দপ্তরের নিকট অভিযোগ করা হয়েছিল৷ ফলে দীর্ঘ প্রায় দেড় বছর যাবৎ চলে আসছে এই পানীয় জলের সমস্যা৷অবশেষে ভুক্তভোগী চারুবাসা গ্রামের নারী-পুরুষ সকলে মিলে শনিবার সকালে পানিসাগর-ধর্মনগরের মূল সড়কটি চারুবাসা এলাকায় অবরোধ করে বসে৷ দীর্ঘ প্রায় ৪ ঘন্টা যাবত চলে অবরোধ৷
প্রথম অবস্থায় অবরোধ তুলতে ছুটে আসেন পানিসাগর এর মহকুমা শাসক৷ দীর্ঘক্ষণ গ্রামবাসীদের সাথে কথাবার্তা বলে কিন্তু তাতেও গ্রামবাসীরা অবরোধ তোলার বিষয়ে রাজি হয়নি৷ পরবর্তীতে সমস্যার সমাধানে ঘটনাস্থলে ছুটে আসে ডিডাব্লিউএস কর্তৃপক্ষ ও তহশীল দফতরের কর্মীরা৷এলাকাবাসী দের দাবি মোতাবেক কিছুসময়ের মধ্যেই শুরু হয় নতুন ডিপ টিউবল স্থাপনের জন্য জায়গা নির্ধারণ৷
অবশেষে গ্রামবাসীদের সহকারে প্রশাসনিক আধিকারিকদের পরিদর্শনে সরকারি জায়গা নির্ধারণ হয়৷এরপর উপস্থিত প্রশাসনিক আধিকারিক ডেপুটি কালেক্টর পথ অবরোধ কারীদের লিখিত আশ্বাস দিলে অবরোধ স্থল মুক্ত হয়৷ জানা গেছে আগামী ২০ মার্চ এর মধ্যে এই চারুবাসা গ্রাম পঞ্চায়েতের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হবে৷
তবে এ বিষয়ে বারবার ডিডাব্লিউএস দপ্তর ও শাসক দলের গ্রাম পঞ্চায়েতের গাফিলতির অভিযোগ উঠেএসেছে৷কেননা পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা যদি স্ব-উদ্যোগে আগেই নতুন ডিপ টিউবওয়েল স্থাপনের জায়গা নির্ধারণ করে দিতেন তবে এতদিনে গ্রামের এই পানীয় জলের সংকট ঘুচে যেত৷