স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৭ ফেব্রুয়ারী।। শিশু কন্যাকে ধর্ষণ করে হত্যা। ঘটনা তেলিয়ামুড়ায়। পুলিশ ওই শিশুর নগ্ন মৃতদেহ গাছের সাথে বাধা অবস্থায় উদ্ধার করেছে। ঘটনা তেলিয়ামুড়া থানার দুস্কি এলাকার ঈশান চন্দ্র পাড়ায়। গত সোমবার থেকে নিখোঁজ ছিল পাঁচ বছরের শিশু কন্যা আরিয়া দেববর্মা। পিতা বৈশাখ চন্দ্র দেববর্মা।
উদ্ধারকৃত শিশুর পিতা ছন কাটার জন্য বাড়ি থেকে বের হয়। মা নেই শিশুর। বাড়িতে প্রতিবেশী শিশুদের সাথে খেলছিল দেখে যায় বাবা। সন্ধ্যায় বাবা বৈশাখ চন্দ্র বাড়িতে এসে মেয়েকে না দেখতে পেয়ে তাৎক্ষণিক খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছে। এলাকার বিভিন্ন জঙ্গল সহ খোঁজখবর নিয়েও মেয়ের খবর পায়নি।
উল্লেখ্য সোমবার ওই এলাকায় বিয়ের অনুষ্ঠান চলছিল। তেলিয়ামুড়া থানার পুলিশ বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার মামলা নিয়ে তদন্ত সাপেক্ষে ওই এলাকার এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে মূল ঘটনা।
এই মেয়েটিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুলেছে পাশবিক লালসা মেটানোর জন্য ধর্ষণের পরে মেয়েটিকে হত্যা করেছে। এদিকে পুলিশ প্রাথমিক তদন্ত অনুযায়ী হত্যার মামলা গ্রহণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে।
শুক্রবার রাতে ধৃত যুবকের স্বীকারোক্তিতে জঙ্গল থেকে শিশুর নগ্ন মৃতদেহ উদ্ধার করা হয়। এলাকায় লোকজন আসামীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী করেছেন।