বছরের শুরু থেকে এখন পর্যন্ত লা লিগায় ১২ গোল করেছেন মেসি। ‘পিচিচি ট্রফি’ জেতার ক্ষেত্রে যিনি নেতৃত্ব দিচ্ছেন।
শুধু গোল করা কেন, সতীর্থদের গোলে অবদান রাখা, খেলা তৈরি করা- সবকিছুতেই রয়েছেন মেসি। বার্সেলোনার শেষ ১১ গোলে অবদান রয়েছে এই আর্জেন্টাইন তারকার।
শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে জয়ে যেমন মেসি নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়েও করিয়েছেন। ওসমানে দেম্বেলে দলের পক্ষে প্রথম গোল করেন মেসির এসিস্ট থেকে। পরে বার্সা অধিনায়ক নিজেও গোল আদায় করলে ২-০ গোলে জয় নিশ্চিত হয় বার্সার।
এই জয়ের সুবাদে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের প্রায় কাছে চলে গেছে রোনাল্ড কোম্যানের দল। লিওনেল মেসিরা এখন দুই পয়েন্ট দূরে আতলেতিকোর থেকে।
এর আগে এলচের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেন মেসি। জর্দি আলবার গোলে রাখেন অবদান। কাদিজ ও পিএসজির বিপক্ষে করেন পেনাল্টি থেকে গোল।
তারও আগে আলাভেসের বিপক্ষে মেসি দেখা দেন অপ্রতিরোধ্য রূপে। নিজে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদের দুই গোলেও অবদান রাখেন।
অথচ মৌসুমের শুরুটা বার্সা ও মেসির জন্য ছিল বেশ জটিল। তবে মেসি যেন কাতালান ক্লাবে ফের স্বাচ্ছন্দ্য বোধ করছেন। যা ফুটে উঠছে তার পারফরম্যান্সেও।
গত মৌসুম শেষেই মেসি বার্সাকে জানিয়ে দিয়েছিলেন তিনি ক্লাব ছাড়তে চান। যদিও বার্সা তাকে ছাড়েনি। শেষ পর্যন্ত ইচ্ছের বিরুদ্ধে থেকে যান মেসি। এ মৌসুম পর্যন্তই তার কাতালান ক্লাবের সঙ্গে চুক্তি। এখন মেসি বার্সার সাথে নতুন চুক্তিতে যাবেন, না ক্লাব ছাড়বেন সেটি বড় প্রশ্ন।
বার্সার দিক থেকে বললে বিষয়টি ঝুলে আছে ক্লাবের সভাপতি নির্বাচনের জন্য। এদিকে মেসিকে পেতে চায় পিএসজির মতো ক্লাব। এমন সময় মেসি বার্সাকে লিগ শিরোপা উপহার দিতে লড়াইয়ে নেমেছেন। খেলছেন দুর্দান্ত।