অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। ওমানের বন্দরে কয়েকদিন আগে এক ইসরায়েলি জাহাজে রহস্যজনক বিস্ফোরণ ঘটে। সেই জাহাজ মেরামতের জন্য দুবাই বন্দরে নিয়ে আসা হয়েছে।
আলজাজিরা জানায়, ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের জলসীমায় নানা উত্তেজনার মধ্যে ইসরায়েলি জাহাজে এই বিস্ফোরণ জল্পনা কল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
রবিবার ইসরায়েলি মালিকানার এমভি হেলিওস রে নামে ওই কার্গো জাহাজটি দুবাইর রাশিদ বন্দরে নিয়ে আসা হয়েছে।
মার্কিন সামরিক সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হলেও জাহাজটির কোনো ক্রু হতাহত হয় নাই। বন্দরের দিকে অংশ দুইটা গর্ত দেখা গেছে জাহাজের গায়ে এবং পানির দিকে অংশে দুইটা। এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
বন্দরে ইসরায়েলি জাহাজটির নোঙর করা নিয়ে আমিরাতের কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
শনিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ জানান, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া গেছে, জাহাজটিতে বিস্ফোরণের জন্য ইরানই দায়ী।
২০১৯ সালে হরমুজ প্রণালিকে ঘিরে জাহাজে বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করে থাকে যুক্তরাষ্ট্র। যদিও তেহরান এ অভিযোগ অস্বীকার করে।