অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। শ্যুটিংয়ের ব্যস্ততা থাকেই, তারপরেও যখনই একটু অবসর পান হাতে তুলে নেন রং, তুলি ক্যানভাস। অভিনেতা ছাড়াও সলমন খানের আরও এক পরিচয় তিনি চিত্রশিল্পী।
এবার এই গুণের দৌলতেই বিশেষ সম্মান পেতে চলেছেন বলিউডের ‘ভাইজান’। অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজা রবি বর্মা, নন্দলাল বোস, যামিনী রায়, ভি এস গাইতোন্ডেদের মত শিল্পীদের সঙ্গে প্রদর্শিত হবে সলমনের আঁকা ছবি।
বেঙ্গালুরুতে দ্য মাস্টার্স অ্যান্ড দ্য মর্ডান নামে একটি প্রদর্শনীতে থাকছে সলমন খানের আঁকা ছবি। ১০ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজা রবি বর্মা-দের মত কালজয়ী চিত্রশিল্পীদের সঙ্গে তাঁর ছবি প্রদর্শিত হতে চলায় কিছুটা অস্বস্তিতে রয়েছেন সলমন খান।
তিনি টুইটারে লিখেছেন, ”রাজা রবি ভার্মা, অবনীন্দ্রনাথ ঠাকুর, এবং ভি এস গাইতোন্ডের মত দুর্দান্ত শিল্পী, কিংবদন্তীর সঙ্গে আমার কাজটি দেখানো হবে, তাই কিছুটা বিব্রত আবার একই সঙ্গে আনন্দিত, সম্মানিত। এই সম্মানের জন্য আপনাকে ধন্যবাদ! ”
সলমন খানের সঙ্গে সংযুক্ত হতে পেরে, তাঁর সঙ্গে কাজ করতে পেরে গর্বিত বলে জানিয়েছেন প্রদর্শনীর উদ্যোক্তারা। গুগল আর্টসের সঙ্গে যুক্ত হয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছেন উদ্যোক্তারা। গুগল আর্টসের তরফে সলমনকে বহুমুখী প্রতিভার অধিকারী হিসাবে বর্ণনা করা হয়েছে।