পাকিস্তানি তরুণী আমনা ইমরান একজন ‘বিউটি ব্লগার’। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যাও কম না। ফলে ঐশ্বরিয়ার মতো এ নারীকে খুঁজে বের করতে তেমন কষ্ট হয়নি নেটিজেনদের।
এর আগে, ঐশ্বর্যের মতো একই চেহারার স্নেহা উলালকে সামনে নিয়ে এসেছিলেন সালমান খান। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে তার মতো দেখতে শচীন তিওয়ারির সন্ধানও পায় নেটিজেনরা। শচীনের একাধিক টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। সেভাবেই এবার সামনে এলেন পাকিস্তানি তরুণী আমনা।
পাকিস্তানেই হুবহু ঐশ্বর্যের মতো দেখতে এ নারীকে দেখে চমকে যান নেটিজেনরা। ইনস্টাগ্রামে আমনার ছবিগুলোর কমেন্টবক্স নানা ধরনের প্রতিক্রিয়ায় ভরে গেছে। অনেকের তির্যক মন্তব্য, ঐশ্বর্যকে নকল করার চেষ্টা করছেন তিনি। কেউ আবার তাকে ঐশ্বর্যর চাইতেও সুন্দর বলছেন।
তবে আমনার ছবি দেখেই বোঝা যায়, বিশ্বসুন্দরীর খেতাব পাওয়া অভিনেত্রীকে অনুসরণ করেন তিনি। সাদা ওভারকোট পরে একটি ছবি পোস্ট করেছেন আমনা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ‘বুলেয়া’ গানটিতে ঐশ্বর্যর মতোই সেজেছেন তিনি। ঐশ্বর্যের ‘মহব্বতে’ সিনেমার একটি গানে ঠোঁট মিলিয়েছেন পাকিস্তানি বিউটি ব্লগার।