আমবাসায় লরি থামিয়ে চালককে পিটিয়ে খুন করে গা ঢাকা দিল দুষ্কৃতকারীরা

স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৭ ফেব্রুয়ারী।।আমবাসা কচুছড়া  রাস্তার লালছড়ি মিশন সংলগ্ণ এলাকায় গাড়ি থেকে নামিয়ে গাড়ির চালককে খুন৷ ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য৷ অভিযোগ উঠেছে গাড়ির চালক প্রদীপ দেবনাথ এর কাছে থাকা ৪০ হাজার টাকা লুঠ করে নিয়েছে খুনিরা৷

সংবাদসূত্রে প্রকাশ এ এস ০১ ডিডি ৪৪৮৬ নম্বরের  লরির  চালক প্রদীপ দেবনাথকে গাড়ি থেকে নামিয়ে  খুন করেছে  অজ্ঞাত দুষৃকতীকারীরা৷ সূত্রের খবরে প্রকাশ এদিন লরির চালক প্রদীপ দেবনাথ আগরতলা থেকে কচু ছড়া  হয়ে গৌহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন৷ জাতীয় সড়কে একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙ্গে থাকায় তাকে ঘুর পথেই যেতে হচ্ছিল ধর্মনগরের দিকে৷

জানা গেছে অজ্ঞাত পরিচয় দুষৃকতীকারীরা একটি মালবাহী বোলেরো পিকাপ ভ্যান গাড়ি নিয়ে অনুসরণ করেছিল প্রদিপ দেবনাথের লরিকে৷ একসময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গাড়িটি ওভারটেক করে প্রদীপ দেবনাথ এর লরির সামনে এসে দাঁড়ায়৷

সামান্য কিছু বাক-বিতণ্ডার পর লরি থেকে দুর্বৃত্তরা নামিয়ে আনে লরির চালক প্রদিপ দেবনাথ কে৷ রাস্তায় ফেলে বেধড়ক মারধর শুরু করে তাকে দুর্বৃত্তরা৷ গাড়ির চালক প্রদীপ দেবনাথের চিৎকার শুনে ঘুম ভেঙ্গে যায় লরিতে শুয়ে থাকা সহ চালক জীবন দেবনাথের৷

তবে মদমত্ত অবস্থায় থাকায় সে দুর্বৃত্তদের বাধা দেবার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা৷ লরির সহ চালকের  চিৎকার-চেঁচামেচিতে একসময় ছুটে আসে আশেপাশের লোকজন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমবাসা থানায়৷  ঘটনা স্থলে আমবাসা থানার  পুলিশ  কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায়৷

দুর্বৃত্তদের মারে গুরুতর আহত লরির চালক প্রদীপ দেবনাথকে হাসপাতালে নিয়ে গেলে ধলাই জেলা হাসপাতালের চিকিৎসক প্রদীপ দেবনাথ কে মৃত বলে ঘোষণা করেন৷ লরি চালক প্রদিপ দেবনাথকে কী কারণে খুন করা হয়েছে তা নিয়ে পুলিশ রয়েছে ধোঁয়াশায়৷ গাড়িটি তেলিয়ামুড়া থেকে গৌহাটি যাওয়ার পথে এই ঘটনায় এই রাস্তা দিয়ে চলাচলকারী অন্যান্য গাড়ি চালকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷

খবর পাওয়া গেছে প্রদীপ দেবনাথ এর কাছে থাকা ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা৷এ ব্যাপারে আমবাসা থানার পুলিশ একটি মামলা নিয়ে নিয়ে তদন্ত শুরু করেছে৷ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কে বা কারা খুন করেছে, লুটের উদ্দেশ্যে এই খুন কিনা আর খুনের মোটিভ কি তা নিয়ে এখনো অন্ধকারে হাতড়ে  বেড়াচ্ছে আমবাসা থানার পুলিশ৷

অনেকের অনুমান এই খুনের পেছনে হয়তো কোন জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে৷ জানা গেছে খুন হওয়া লরির চালকের বাড়ি তেলিয়ামুড়া এলাকায়৷ হঠাৎ করে এক লরি চালককে খুন করার পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা নিয়ে প্রশ্ণ তুলেছেন সচেতন মহল৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?