রোনালদো এমন একজন যে কথায় নয়, মাঠে নেমে নেতৃত্ব দিতে চায়। ওর আত্মবিশ্বাস এবং আগ্রাসনকেই অহংকার ভেবে সবাই ভুল করে। ভেতরে ভেতরে ও আসলে মানবিকযোদ্ধা। তার মতো আর কাউকে আমি দেখিনি।’ এই বয়সেও সুপার ফিট রোনালদো। ম্যাচের পর ম্যাচ গোল করে চলেছেন। মহাতারকার সুপার ফিট হওয়ার রহস্য জানালেন ড্যান গ্যাসপার। এই প্রসঙ্গে তিনি ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের এক মুহূর্ত শেয়ার করেছেন।
টুর্নামেন্টের সময় স্টিম রুমে একবার গ্যাসপার এবং রোনালদো মুখোমুখি বসেছিলেন। সেই সময়েই কোচ জিজ্ঞাসা করেন, তোমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা কী? রোনালদোর জবাব ছিল, ‘জয়। আমি সেরা হতে চাই। সর্বকালের সেরা হতে চাই।’‘ক্যারিয়ারের প্রতিটি মুহূর্ত, সেকেন্ড, পল, অনুপল, দিন, মাস, বছর রোনালদো বাঁচে সেরা হওয়ার তাড়নায়। তাই কঠোর পরিশ্রমে নিজেকে নিংড়ে দেয়। তার সঙ্গে রয়েছে সেরা মেডিক্যাল টিম, পুষ্টিবিদ, পারফরম্যান্স ট্রেনার। যাদের সম্মিলিত লক্ষ্য একটাই সেরা, সেরা, আরো উঁচুতে ওঠা।’