আবারও একসঙ্গে সালমান- ক্যাটরিনা

অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। আবারো পর্দায় জুটি বাঁধছেন বলিউড সুপারস্টার সালমান খান ও  অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। টাইগার  সিরিজের তৃতীয় ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে। এর আগে এই সিরিজের দুটি সিনোমাতেই এই জুটি অভিনয় করেছিলেন। আগামী ৮ মার্চ থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বলিউডের একটি সূত্র জানিয়েছে, শুটিং শুরুর আগে যশরাজের অফিসে বিশেষ পূজার অনুষ্ঠানে দেখা গেছে ক্যাটরিনা ও সালমনকে ৷ ছিলেন ইমরান হাশমিও ৷ যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টাইগার থ্রি’ বলিউডের সবচেয়ে বড় চমক নিয়ে আসতে চলেছে ৷ এরকম স্পাই থ্রিলার ভারতীয় সিনেমায় আগে তৈরি হয়নি বলে জানিয়েছেন ছবির পরিচালক মণীশ শর্মা৷

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘টাইগার থ্রি’ ছবির পুরো শুটিং হবে বিদেশে৷ গান থেকে অ্যাকশন সব ব্যাপারেই আলাদা নজর দিচ্ছে এই ছবির টিম ৷ তবে ছবির কাহিনি নিয়ে আপাতত মুখ খুলছেন না কেউই।

২০১২ সালে মুক্তি পায় ‘এক থা টাইগার’ ৷ সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ওই ছবি রেকর্ড সাফল্য পায়। তারপর ২০১৭ সালে মুক্তি পায় এই সিরিজের দ্বিতীয় ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ ৷ বক্স অফিসে ওই ছবিটিও  আলোড়ন তোলে। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবার শুরু হতে চলেছে ‘টাইগার থ্রি’৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?