স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী।।
নিয়মিতকরণ ঝুলে আছে৷ বাম আমলে কেন্দ্র বঞ্চনা ছিলো বলে সবাই প্রচার করতেন আর টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়মিত বেতনক্রম প্রদানের বিষয়টি কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিয়ে সরকারে বিদায় নিয়েছে বামেরা৷
২০১৮ সালে নতুন সরকার রাজ্যে আসার আগে থেকেই বর্তমান শাসক দল বিজেপি এবং তার দলের সমস্ত অংশের নেতারা ভাষণের প্রতি লাইনে নিয়মিতকরণের উচ্চারণ করেছেন শতবার৷ অনিয়মিতদের নিয়মিত করা হবে এমন প্রচার ছিলো৷ কিন্তু এখনো অনিয়মিতদের নিয়মিত করা হয়নি৷ টেট উত্তীর্ণ শিক্ষকরা ফিক্সড পে’তে চাকরি করছে৷
তবে তারা রাজ্য সরকারের ডিএ ঘোষণায় সন্তুষ্ট৷ রাজ্য সরকার সমস্ত অংশের শিক্ষক-কর্মচারী, পেনশনার এবং স্থির বেতনে নিয়োগকৃত কর্মচারীদের জন্য তিন শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন৷ বিশ্বব্যাপী করোনা মহামারীর মধ্যে ত্রিপুরার শ্রমিক দরদী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন৷
অ্যাসোসিয়েশন অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে সমস্ত শিক্ষক, অশিক্ষক ও কর্মচারী সমাজের প্রতি৷ বিগত বামফ্রন্ট সরকার, কর্মচারীদের যেভাবে বঞ্চনা করে চলছিলেন, এই সরকার প্রতিষ্ঠিত হয়ে সপ্তম বেতন কমিশনের অধিকাংশটাই মিটিয়ে দিয়ে, কর্মচারীদের অর্থনৈতিক বঞ্চনার অবসানকল্পে যেভাবে এগিয়ে চলেছেন, আজকের এই সিদ্ধান্ত তারই ফসল৷
অ্যাসোসিয়েশন আরো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে, বর্তমান শিক্ষক কর্মচারী দরদী রাজ্য সরকার টেট শিক্ষকদের অচিরেই নিয়মিত করে, শিক্ষক শিক্ষিকাদের এই বঞ্চনার অবসানকল্পে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন ও রাজ্যের সকল স্তরের মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দেবেন, আমরা শ্রমিক কর্মচারীর স্বার্থে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কাজ করছি এবং আগামীদিনেও করবো৷ সরকারকে অভিনন্দন জানিয়ে তাদেরও প্রচার চলছে৷ কিন্তু নিয়মিতকরণ কবে জানতে চায় টেট শিক্ষকরা৷