ক্লাবের পক্ষ থেকে তখন জানানো হয়, ব্রাজিলিয়ান তারকার সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগতে পারে। আশার কথা নেইমারের পুনর্বাসন এগোচ্ছে বেশ ভালোভাবেই। পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো বলেছেন, ‘নেইমার খুব ভালোভাবে ট্রেনিং করেছে। শারীরিকভাবে তাকে খুব ভালো মনে হয়েছে।’ নেইমারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারায় পিএসজি।
তবে পরের ম্যাচেই লিগে ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে ২-০ গোলে হেরে যায় গতবারের চ্যাম্পিয়নরা। তবে বার্সেলোনা বিপক্ষে ম্যাচে নেইমারকে পাওয়ার আশায় তিনি, ‘ভবিষ্যদ্বাণী অনুযায়ী নেইমার ফিরতে যাচ্ছে আশা করা যায়।’১০ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে খেলবে পিএসজি।