অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।।হৃতিক রোশন ও কঙ্গনা রনৌতের ই-মেইল মামলা আবারও আলোচনায়। সম্প্রতি মুম্বাইয়ের অপরাধ দমন শাখার ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট সমন পাঠিয়েছে অভিনেতাকে।
২০১৬ সালে মামলাটি দায়ের করেন হৃতিক। অভিযোগে জানান, অজ্ঞাত কোনো ব্যক্তি একটি ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট থেকে তার নাম নিয়ে কঙ্গনাকে বার্তা পাঠাতো।
যদিও কঙ্গনার দাবি, হৃতিক নিজেই তাকে সেই ই-মেইলের খোঁজ দিয়েছিলেন এবং সেটির মাধ্যমেই ২০১৪ সাল থেকে তারা কথাবার্তা বলতেন। ২০১৬ সালে কঙ্গনার কয়েকটি মন্তব্যের পর হৃতিক তাকে একটি আইনি নোটিশ পাঠান।
অভিনেত্রী হৃতিককে ‘সিলি এক্স’ অর্থাৎ বোকা সাবেক বলে কটাক্ষ করেছিলেন সেই সময়। কিন্তু কঙ্গনার মধ্যে সম্পর্ককে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন ‘ওয়ার’ তারকা।
২০১০ সালে ‘কাইটস’ এবং ২০১৩ সালে ‘কৃষ ৩’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। কাজের সময় থেকেই হৃতিকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে বলে দাবি করেন কঙ্গনা। হৃতিকের পাল্টা অভিযোগ, কঙ্গনা তাকে উদ্ভট মেইল করতেন। নিজের নগ্ন ছবিও পাঠিয়েছেন।
গত বছরের ডিসেম্বরে মামলাটি ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটে নিয়ে আসা হয়।ওই সময় হৃতিকের আইনজীবী অভিযোগটিকে খতিয়ে দেখার অনুরোধ রাখেন। তার আগে মুম্বাই পুলিশের সাইবার সেলের হাতে সেই দায়িত্ব ন্যস্ত ছিল।