স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী।। প্রকৃতির মধ্যে এক বিরাট পরিবর্তন এসেছে দুই হাজার কুড়ি সালে অভিমত প্রকৃতিবিদদেরই৷ কিন্তু এই প্রকৃতিগত পরিবর্তন নিয়ে পরিবেশবিদদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ৷
এই বিশ্লেষণের রেজাল্ট এখনো বেরিয়ে আসেনি৷ কিন্তু নিঃসন্দেহে বলা যায়, এই প্রকৃতিগত পরিবর্তন প্রভাব ফেলেছে শীত ঋতুতে৷ অন্যান্য বছরগুলিতে দেখা গেছে ফাল্গুনের প্রায় শেষ পর্যন্ত শীত প্রভাবিত রাজ্যগুলিতে শীত বস্র পরিধান করে মানুষজনকে চলাফেরা করতে হয়েছে৷ এই পরিস্থিতি দেখা গেছে ত্রিপুরা রাজ্যেও৷
কিন্তু এবছর দেখা গেল তার ব্যতিক্রম৷ শীত সম্পূর্ণভাবে বিদায় নিয়েছে কিনা তার স্পষ্টীকরণ এখনো দেয়নি হাওয়া বিদরা৷ তবে তারা আভাস দিয়েছেন দেশ এবং রাজ্য থেকে শীত এক প্রকার বিদায় নিয়েছে৷ তাই শীত বিদায় নিতে না নিতেই এবার ফাল্গুনেই ভ্যাপসা গরম৷ তবে আরও অস্বস্তিকর খবর সপ্তাহান্তে চড়বে পারদ৷
এমনটাই আভাস আবহাওয়া দপ্তর সূত্রে৷ শীত ফুরাতে না ফুরাতে বসন্তের শুরুতেই প্রকৃতি যেভাবে গরমের ইঙ্গিত দিচ্ছে , তাতে এবছর সাধারণ মানুষকে প্রচন্ড গরমে নাজেহাল হতে হবে, সে সম্ভাবনাই যেন বেশি দেখা দিয়েছে৷ আর এই ইঙ্গিত হাওয়া দপ্তরেরও৷ এই প্রসঙ্গে বলা যায় রাজ্যেও বসন্তের আগমনে রাজ্য থেকে শীত কার্যত উধাও হয়েছে৷ বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকার বার্তায়, যা অবশ্যই চিন্তার কারণ৷
মাঝ ফাল্গুনেই বেলা বাড়লে গরমে ঘেমে নেয়ে একসা হতে হচ্ছে৷ এরমধ্যে বাতাসে আপেক্ষিক আদ্রতা আরো বাড়লে অস্বস্তিও যে লাফিয়ে লাফিয়ে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই৷ শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি৷
শুক্রবার বাতাসে সর্র্বেচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৬ শতাংশ৷ গত এক সপ্তাহ আগেও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ থেকে ১৮ ডিগ্রির মধ্যে৷ কিন্তু হঠাৎ করেই এই তাপমাত্রা কয়েকদিনের মধ্যে বাড়তে শুরু করেছে৷ আবহাওয়াবিদদের ভাষায় এবছর শীতের স্থায়ীত্ব বেড়েছিল কিন্তু তীব্রতা ছিল না৷
তাই দেখা গেছে ভরা শীতের সময়েও রাজ্যের শহরের বাসিন্দারা সোয়েটার ছাড়া ঘোরাফেরা করেছে৷ তবে ফেব্রুয়ারির শুরুতে ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে শীতলতম সপ্তাহটি কাটিয়েছে রাজ্যবাসী৷ এবার তো গরম পড়ার পালা৷ শুরু থেকেই জমিয়ে ইনিংস খেলছে এই গরম৷
আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন হু হু করে তাপমাত্রা বেড়ে যাবে৷ ভ্যাপসা গরমে নাকাল হতে হবে রাজ্যবাসীকে৷ চলতি উইকএন্ডেই সর্র্বেচ্চ তাপমাত্রা অনেকটা বাড়বে৷ তবে শীত ফেরার সম্ভাবনা এবারের মতো আর নেই৷
উত্তুরে হাওয়া চলছিল বলেই শীতের হালকা আমেজ ছিল৷ তবে তার আর আগমনের সম্ভাবনা নেই৷ তাই আগামী দু একদিনের মধ্যেই গরম বেড়ে যাবে৷ এবং আগামীতে এই গরম অস্বাভাবিক ভাবি বাড়বে বলে হাওয়া অফিসের খবর৷