স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী।। সারা দেশের সঙ্গে রাজ্যেও ১৬ জানুয়ারি, ২০২১ থেকে কোভিড টিকাকরন কর্মসূচির সূচনা হয়েছিল৷ ১৬ জানুয়ারি, ২০২১ থেকে ২৬ ফেবয়ারি, ২০২১ পর্যন্ত রাজ্যে ১ লক্ষ ১১ হাজার ৪৭২ টি টিকার ডোজ দেওয়া হয়েছে৷ ১ মার্চ, ২০২১ থেকে সারা দেশের সঙ্গে রাজ্যেও সাধারণ মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়া হবে৷
আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জাননা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সবাল৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তৃতীয় দফায় এই টিকাকরণ কর্মসূচিতে প্রথমে ৬০ বছর ও ৬০ বছরের উপর ব্যক্তি, ৪৫ বছর বয়স থেকে ৫৯ বছর বয়সের নাগরিক যারা নির্দিষ্ট রোগে (কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক চিহ্ণিত রোগ সমূহ) আক্রান্ত তাদের কোভিড-১৯ টিকাকরণের আওতায় আনা হবে৷
একই সঙ্গে কো-উইন পোর্টালে নিবন্ধীকৃত সেইসব স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মী এবং প্রথমসারির কর্মী যারা করোনার প্রথম ডোজ নিয়েছেন তাদের এই পর্যায়ে টিকা দেওয়া হবে৷ তৃতীয় দফায় টিকাকরণের ক্ষেত্রে সাধারণ মানুষ কো-উইন ২.০ পোর্টালে অন লাইনে নাম রেজিস্টার করতে পারবেন৷ তাছাড়াও কোন কোন ক্ষেত্রে তারা টিকাকরণ স্থানেও নাম রেজিস্টার করতে পারবেন৷
বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং বেসরকারি হাসপাতালে টিকা দেওয়া হবে৷ এক্ষেত্রে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সম্পুর্ণ বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় সরকারের ধার্যকরা মূল্যে কোভিড টিকা দেওয়া হবে৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে ২০টি রোগে আক্রান্ত (৪৫-৫৯ বছর) গুরুতর অসুুস্থ ব্যক্তিকে টিকাদানের এই পর্যায়ে প্রাধান্য দেওয়া হয়েছে৷
কো-উইন ২.০ পোর্টাল অথবা আরোগ্য সেতুতে নাম রেজিস্টার করার সময় সাধারণ মানুষকে পরিচয়পত্র, জন্মের তারিখ, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যানকার্ড, মার্ট কার্ড, ভোটার আই ডি, কোমবিডিটির সার্টিফিকেট জমা দিতে হবে৷ টিকাকরণস্থানেও তাদের পরিচয়পত্র দেখাতে হবে৷ টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নেবেন৷
‘बीमारी से डरें, टीके से नहीं! COVID-19 vaccine is completely safe and effective. For more details related to vaccination, visit: https://t.co/RjQaXTPu5q #LargestVaccineDrive #IndiaFightsCorona @MoHFW_India @PIB_India @MIB_India pic.twitter.com/rfl8nFUHTg
— MyGovIndia (@mygovindia) February 24, 2021
সাংবাদিক সম্মেলনে মিশন অধিকর্তা জানান, কোভিড-১৯ টিকাকরণের তৃতীয় পর্যায়ে যে সমস্ত স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মী এবং প্রথম সারির কর্মী যাদের কো-উইন পোর্টালে নাম রেজিস্টার হয়নি অথচ টিকার প্রতম ডোজ নেওয়া হয়েছে সেইসব কর্মীদের কো-উইন ২.০ পোর্টালে নাম রেজিস্টার করাতে পারবেন এবং নিয়ম অনুসারে টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে পারবেন৷