লোকজীবনের ভাবনা থেকেই জন্ম নিয়েছে বাংলার লোকসংস্কৃতি : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৭ ফেব্রুয়ারী।।
বাংলার লোকসংস্কৃতি প্রকৃতপক্ষে বাংলার লোকজীবনেরই এক গভীর দর্শন৷ বাংলার লোকজীবনের ভাবনা ও দর্শন থেকেই জন্ম নিয়েছে বাংলার লোকসংস্কৃতি৷

আজ মোহনপুর দ্বাদশশ্রেণী বিদ্যালয় মাঠে লোকসংস্কৃতির সংসদের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর, মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর ব্লকের সহযোগিতায় দুই দিনব্যাপী রাজ্যভিত্তিক বাউল উৎসবের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এ কথা বলেন৷

শিক্ষামন্ত্রী বলেন, লোকসংস্কৃতি মূলত বাংলার সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক চেতনা থেকে সৃষ্টি হয়েছে৷ আমাদের পূর্বপুরুষেরা জীবনের বিভিন্ন দিক বিকাশের জন্য যেসব মূল্যবোধের চর্চা করেছেন এবং অনুশীলন করেছেন সেই বিষয়গুলি আমাদের বিভিন্ন লোকসংস্কৃতির ধারায় স্থান পেয়েছে৷

শিক্ষামন্ত্রী স্বামী বিবেকানন্দের উদ্বৃতি দিয়ে বলেন, স্বামীজি বলেছেন অন্যদেশে যেটা ভাল সেটা আমাদের ভাল নাও হতে পারে৷ শিক্ষামন্ত্রী লোকসংস্কৃতির চর্চার উপর গুরুত্বারূপ করেন৷ প্রসঙ্গক্রমে শিক্ষামন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের কথাও তুলে ধরেন৷

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন ডিসিএম মানিক চাকমা, মোহনপুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন মতিলাল দাস, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জয়লাল দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, সমাজসেবী শ্যামল দেবনাথ, সমাজসেবী তপন দত্ত প্রমুখ৷

https://www.facebook.com/ratanlalnathmnp/videos/223385309499707/

স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা লোকসংস্কৃতি সংসদের সভাপতি অরুণ নাথ৷ উৎসবে মোহনপুর মহকুমার বিভিন্ন স্বসহায়ক দল স্টল খোলা হয়েছে৷ উৎসবে প্রতিদিন রাজ্যের ও বহি:রাজ্যের বাউল শিল্পীগণ সংগীত পরিবেশন করবেন৷

অনুষ্ঠান শুরুর আগে বাউল শিল্পীগণ মোহনপুর বাজার এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন৷ অনুষ্ঠান মঞ্চে দুইজন বিশিষ্ট বাউল শিল্পীকে পুরস্কৃত করা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?