জায়গা জমি নিয়ে শাসক দলের দুই নেতার রক্তারক্তি কান্ড

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৬ ফেব্রুয়ারী।। বিলোনিয়ায় শাসক বিজেপি দলের অন্তর্কোন্দল দিন দিন বেড়েই চলেছে৷ রাজ্য বা জেলা নেতৃত্বরা দলের এই দলীয় কোন্দল মেটাতে হিমসিম খাচ্ছেন৷

গত ডিসেম্বরের মাঝামাঝি সময় বিলোনিয়ার যুবমোর্চার মণ্ডল সম্পাদক সহ দুই বুথ নেতাকে যেভাবে বিলোনিয়া বিজেপি মণ্ডল অফিসে ডেকে নিয়ে মারধর করা হয়েছিলো সেই ঘটনায় বিলোনিয়া জুড়ে নিন্দার ঝড় উঠেছিলো৷ তিন মাস না কাটতেই শাসক দলের দলীয় কোন্দলের নগ্ণ চেহারা আবারও দেখলো বিলোনিয়াবাসী৷

পিতৃসম দক্ষিণ জেলার কিষাণ মোর্চার সহসভাপতি মনোরঞ্জন পালকে মেরে রক্তাক্ত করলো পুত্রসম দক্ষিণ জেলার সহ সভাপতি রাজু নাথ৷ ঘটনার বিবরণে জানা যায় রাজু নাথ আজ সকালবেলায় গিরিধারীটিলা এলাকায় নিজের জায়গা ভরাট করার জন্য গাড়ি করে মাটি ফেলেছিলো৷

মাটি ভর্তি গাড়ি মনোরঞ্জন পালের জায়গা দিয়ে যেতে হয়৷ মনোরঞ্জন পাল রাজু নাথকে জিজ্ঞেস করে ওনাকে না জানিয়ে কেন ওনার জায়গার উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে তাতে মনোরঞ্জনবাবুর জায়গায় গর্ত তৈরি হচ্ছে৷ মনোরঞ্জনবাবুর অভিযোগ কোন কিছু বুঝে উঠারর আগেই রাজু নাথ তার হাতে থাকা লোহার রড দিয়ে আমার নাকে আঘাত করে৷ আমার নাক দিয়ে রক্ত ঝড়তে থাকে এবং চোখে ও আঘাত লাগে৷ রাজু নাথ চিৎকার করে বলতে থাকে আমি বিজেপির নেতা৷ আমাকে কেউ কিছু বলবে না৷

মনোরঞ্জনবাবুর চিৎকার শুনে স্থানীয় জনগণ এবং গাড়ির লেবাররা ছুটে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ মনোরঞ্জন পালের পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া থানায় রাজু নাথের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ স্বদলীয় কোন্দলে পুলিশ প্রশাসন ও বিভ্রান্তিতে পড়ে গেছে৷

পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করবে৷ বিচার করবে আদালত৷ মনোরঞ্জন পাল এবং রাজু নাথ দীর্ঘদিন যাবত ধরে বিরোধী সংগঠনে জড়িত ছিলেন৷ দুইজনেই অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে উঠে এসেছেন৷ বাম আমলে মিথ্যা মামলায় জেলও খেটেছেন৷ পোড় খাওয়া এই দুই নেতার মারামারি বিলোনিয়ার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ হতাশ হয়ে পড়েছেন৷ সামনেই পুরপরিষদ এবং এডিসি নির্বাচন৷

রাজ্য এবং জেলা নেতৃত্বরা স্বদলীয় কোন্দল মেটাতে না পারলে আগামীদিনে দলের ভাবমূর্তি যে ধুলায় মিটে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না৷ দীর্ঘ ২৫ বছর বাম শাসনে বিলোনিয়ারর জনগণ অতিষ্ঠ হয়ে বিজেপি দলকে ক্ষমতায় এনেছিলো কি শুধুমাত্র বিজেপি দলের অন্তঃকোন্দল দেখার জন্য? প্রশ্ণ বিলোনিয়া জনগণের৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?